ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

৩০ বছর পর মানুয়েলার ফেরা...

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, জানুয়ারি ২৬, ২০১৩
৩০ বছর পর মানুয়েলার ফেরা...

ঢাকা: ৩০ বছর পর মানুয়েলাকে খুঁজে পেয়ে খুব খুশি তার পরিবার।

১৯৮২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও বাড়ি থেকে হারিয়ে যায় সে।

এরপর অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

তবে এতবছর পর থাকে কোথা পাওয়া গেছে শুনে হয়ত চোখ কপালে তুলবেন অনেকেই। কারণ তাকে পাওয়া গেছে রিও ডি জেনেরিও সেই বাড়িতেই, যে বাড়িটি থেকে হারিয়ে গিয়েছিল সে!

মানুয়েলা একটা পোষা কচ্ছপ। অ্যালমেইদা পরিবার কচ্ছপটিকে লালন-পালন করতেন।

অ্যালমেইদা পরিবারের কর্তা লিওনেল অ্যালমিদা এই মাসে মারা যাওয়ার পর তার সন্তানরা বাড়িটির তৃতীয়

তলার একটি তালাবদ্ধ ঘর পরিস্কার করতে গিয়ে মানুয়েলাকে খুঁজে পায়।

ভাঙা ইলেক্ট্রনিক যন্ত্রপাতিতে ঘরটি ঠাসা ছিল। ঘরটি সব সময় তালাবদ্ধই থাকতো।

এই ঘরেই একটি পুরানো রেকর্ড প্লেয়ারের মধ্যে মানুয়েলাকে পাওয়া গেছে বলে লিওনেলের ছেলে লিওনার্ডো জানিয়েছেন।

লিওনার্ডো বলেন, “আমি রেকর্ড প্লেয়ারটি ময়লা ফেলার ঝুরিতে ফেলে দেই। একটু পর আমার প্রতিবেশী এসে জানান আমি কোনো কচ্ছপকে ছুঁড়ে ফেলেছি কিনা?”

কচ্ছপটি দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না বলে জানান লিওনার্ডো।

লিওয়েনের মেয়ে লেনিটা ছোটবেলার কচ্ছপটিকে লালন পালন করতেন। তিনি জানান, “মানুয়েলাকে খুঁজে পেয়ে আমি খুবই বিস্মিত। তবে, কিভাবে সে একটা বদ্ধ ঘরের মধ্যে ৩০ বছর থেকেছে এটা কারো কাছেই বোধগম্য নয়। এটা একেবারেই অবিশ্বাস্য। ”

এব্যাপারে রিও ডি জেনেরিওর পশু চিকিৎসক জেফারসন পিরেস জানান, মানুয়েলা লাল পায়ের কচ্ছপের প্রজাতি। এই প্রজাতির কচ্ছপ দীর্ঘদিন না খেয়ে থাকতে পারে।

তিনি জানান, এই প্রজাতির কচ্ছপ দুই তিন বছর না খেয়েই বাঁচতে পারে। তারা সাধারণত ফল, পাতা, মৃত প্রাণী এমনকি জীবজন্তুর বিষ্ঠাও খায়।

তবে, মানুয়েলা সম্ভবত কাঠের মেঝে থেকে উই পোকা খেতে বেঁচে ছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর
মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।