ঢাকা: প্রায় পাঁচ লাখ বছর আগের আদিম মানুষের চোয়ালের হাড় উদ্ধার করেছেন বিজ্ঞানীরা। সার্বিয়ার একটি গুহা থেকে এটি উদ্ধার করা হয়েছে।
এটিই এ পর্যন্ত ইউরোপে পাওয়া সবচেয়ে পুরনো জীবাশ্ম। এটি দেখতেও ইউরোপিয়দের পূর্বপুরষদের মতোই বলে জানা গেছে।
প্রায় অজ্ঞাত ও অজানা এক স্থান থেকে এ হাড় উদ্ধার করা হয়েছে জানিয়ে প্রত্নতত্ত্ব গবেষণা দলটির সহ-গবেষক মির্জানা রোকসানদিক। তিনি আরও বলেন, “এখন আমরা এমন কিছু পেয়েছি, যা দিয়ে সে সময় ইউরোপে কী ঘটেছিল তার একটি দৃশ্যপট তৈরি করা সম্ভব। ”
রোকসানদিক আরও জানান, তিনি ২০০০ সালে সহকর্মীদের নিয়ে ব্যালেনিসার সার্বিয়াতে একটি গুহার খনন কাজ শুরু করেন, যাতে প্রাচীন প্রত্নতত্ত্বের নানা অবশেষ ছিল। মাটির প্রায় ৫ দশমিক ৯ ইঞ্চি গভীরে তারা একটি প্রাচীন মানব চোয়ালের হাড় পান। এতে মাড়ির তিনটি ভাঙা দাঁত অক্ষত ছিল।
প্রাথমিকভাবে এটি নিনডার্থাল নামক আদিমানবের বলে ধারণা করা হলেও নিনডার্থালদের কিছু বৈশিষ্ট্যের অভাব রয়েছে এ দাঁতে। তাই একে আরও পুরনো হোমো ইরেক্টাসের ফসিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইলিনোইস বিশ্ববিদ্যালয়ের প্রত্নত্ববিদ ফ্রেড স্মিথের মতে, “এ চোয়ালটি সম্ভবত বিলুপ্ত জনগোষ্ঠীর, নিনডার্থালদের সঙ্গে যাদের অনেকটাই মিল ছিল। ”
এ হাড়টি যে সময়ের, সে সময় থেকেই মানব সভ্যতায় নতুন পরিবর্তন এসেছিল বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি, ২০১৩
সম্পাদনা: সানজিদা সামরিন ও হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর