ঢাকা: চাঁদে ভ্রমণকে স্মরণীয় করে রাখতে শুধু পায়ের ছাপই ফেলে আসেননি মহাকাশচারী চার্লস ডিউক। ৪০ বছরের সেই ইতিহাসকে আরও বেশি স্মরণীয় করে রাখলেন সেখানে পরিবারের প্রিয়জনদের ছবি ফেলে এসে! সেই সঙ্গে ফেলে এলেন মার্কিন বিমান বাহিনীর ২৫তম বার্ষিক সম্মেলনে পাওয়া স্মারক পদকও!
চন্দ্র অবতরণের ইমেজ সংগ্রহস্থল ‘প্রজেক্ট এপোলো ইমেজ আর্কাইভে’ ছবিটি পাওয়া গেছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল।
জানা গেছে, যেই আলোকচিত্রটি রেখে আসেন সেটিতে স্ত্রী ও দুই সন্তানসহ ফ্রেমবন্দী আছেন চার্লস।
‘এটি পৃথিবীর নভোচারী ডিউকের (চার্লস) পারিবারিক ছবি। চাঁদে অবতরণ, এপ্রিল ১৯৭২’ লেখা ছবিটি আজও চাঁদে রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।
১৯৭২ সালের ২৩ এপ্রিল ‘এপোলো-১৬’ অভিযানে চাঁদে পাঁ রাখেন চালর্স ডিউক ও জন ইয়ং মহাকাশচারীদ্বয়।
‘এ্যাপোলো ১৬’ ছিল মার্কিন এ্যাপোলো মহাকাশ প্রকল্পের দশম অভিযান। চাঁদে অবতরণের ক্ষেত্রে এটি ছিল পঞ্চম, তবে চাঁদের উচ্চভূমিতে অবতরণের ক্ষেত্রে প্রথম।
১৯৭২ সালে ১৬ এপ্রিল ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা মিশনটি ২৭ এপ্রিল সফলভাবে অবতরণ করে।
চন্দ্রাভিযানের দ্বিতীয় ফ্লাইটে চার্লস ও ইয়ং চন্দ্রপৃষ্ঠের ২৬.৭ কিলোমিটার ব্যাপি এলাকা ভ্রমণ করেন। মোট ২০:১৪ মিনিট চাঁদে অবস্থান করেন চার্লস ও ইয়ং। পৃথিবীতে অবতরণের সময় ৯৫.৮ কেজি চাঁদের মাটি নিয়ে আসেন তারা।
উল্লেখ্য, ৩৬ বছর বয়সে দশম এবং সবচেয়ে তরুণ মহাকাশচারী হিসেবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন মার্কিন নভোচারী চার্লস।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
সম্পাদনা: সানজিদা সামরিন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com