ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

তরুণী মোনালিসার ছবি এঁকেছিলেন ভিঞ্চি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
তরুণী মোনালিসার ছবি এঁকেছিলেন ভিঞ্চি!

ঢাকা: ল্যুভর মিউজিয়ামে প্রদর্শিত প্রখ্যাত চিত্রকর্ম মোনালিসার বর্তমান ছবিটির আগে অপেক্ষাকৃত তরুণী মোনালিসার ছবি এঁকেছিলেন রোমান শিল্পবিপ্লব যুগের কিংবদন্তি চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিরীক্ষা মতে মোনালিসার আগের ছবিটি বর্তমান ছবিটি থেকে বেশ কয়েক বছর আগেকার, অর্থাৎ তিনি যখন অপেক্ষাকৃত তরুণী ছিলেন সে সময়কার ছবি এটি।


 
প্রসঙ্গত, গত প্রায় তিন শতক ধরে প্যারিসের ল্যুভর মিউজিয়ামের তিনটি শাখায় প্রদর্শিত হচ্ছে ১৫১৬ সালে অঙ্কিত বিখ্যাত ‘মোনালিসা’ ছবিটি।

সম্প্রতি সুইজারল্যান্ডভিত্তিক একটি সাংস্কৃতিক সংস্থা আগের সংস্করণটির নিরীক্ষা করে জানিয়েছে ‘ইজলেওয়র্থ মোনালিসা’ নিঃসন্দেহে ভিঞ্চির অন্যতম সৃজনশীল চিত্রকর্ম।
 
বর্তমানে প্রদর্শিত ছবিটিতে হাসি-কান্না, আবেগ-অনুভূতি ও ক্রোধ-ভালোবাসার মিশ্রণে মোনালিসার এক বিস্ময়কর মুখাবয়ব অঙ্কন করেন ভিঞ্চি।

তরুণী মোনালিসার ছবিটি গত চার দশক ধরে সুইজারল্যান্ডের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণাগারে রক্ষিত ছিল। তবে, গত বছর জেনেভায় উন্মোচন করা হয় চিত্রকর্মটি।

এর আগে, ৮০ থেকে ৯০ বছর আগে লন্ডন কর্তৃপক্ষের সংরক্ষণে থাকাকালে ছবিটির নাম ‘ইজলেওয়র্থ’ দেয় ব্রিটেনের শিল্প ও সাংস্কৃতিক সংস্থা।

তারপর চিত্রকর্মটি সুইজারল্যান্ডে নিয়ে আসে ‍ল্যুভর মিউজিয়াম কর্তৃপক্ষ। জুরিখ ইন্সটিটিউট চিত্রকর্মটির ক্যানভাসের ওপর ‘কার্বন ডেটিং’ পরীক্ষা করে ছবিটি ১৪১০ থেকে ১৪৫৫ সালের মধ্যে অঙ্কিত হয়েছে বলে নিশ্চিত হয়।

‘তরুণী মোনালিসা’র ছবির সমর্থকরা বলছেন, ফ্রান্সের উদ্দেশ্যে ইতালি ছেড়ে যাওয়ার আগে ১৫০৬ সালের দিকে ‘তরুণী মোনালিসা’র অসম্পূর্ণ এই চিত্রকর্মটি নিজের স্ত্রী ও চিত্রকর্মটির  মূল চরিত্র ‘লিসা দেল গিয়াকোন্দোকে’ দিয়ে যান ভিঞ্চি।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
সম্পাদনা: সানজিদা সামরিন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।