ঢাকা: এক মৌসুমে দুইবার এভারেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করে গিনেস রেকর্ড বুকে নাম লেখালেন নেপালি তরুণী চুরিম শেরপা।
সোমবার বিশ্বের প্রখ্যাত রেকর্ড সংরক্ষণ সংস্থা ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ কর্তৃপক্ষ চুরিমের কৃতিত্ব অর্জনের কথা নিশ্চিত করে জানায়, “প্রথম দফায় পর্বতারোহনের ক’দিন পরই দ্বিতীয় দফায় পর্বতারোহন করেন এই নারী।
গিনেস রেকর্ড বুক কর্তৃপক্ষ আরও জানায়, “২৯ বছর বয়সী এই তরুণী গত বছরের ১২ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করে ৮,৮৪৮ মিটার উঁচুতে নেপালের পতাকা ওড়ান। প্রথম দফায় সফল অভিযানের পর বেজক্যাম্পে ফিরে গিয়ে আবার অভিযান শুরু করেন। এবং মাত্র এক সপ্তাহ পরই সেই একই উচ্চতায় দেশের পতাকা ওড়ান এই বিস্ময়বালিকা!”
এ অনন্য রেকর্ড গড়ায় রাজধানী কাঠমান্ডুতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে চুরিমের হাতে প্রশংসাপত্র ও সার্টিফিকেট তুলে দেয় ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ কর্তৃপক্ষ।
সম্মাননা গ্রহণ শেষে অসীম সাহসী এই নারী পর্বতারোহী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই স্বীকৃতি পাওয়ায় আমি অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। আসলে আমি চেয়েছিলাম এই রেকর্ডটি নেপালের কোনো পর্বতারোহীই অর্জন করুন। শেষ পর্যন্ত একজন নেপালি তরুণী হিসেবে আমিই এ রেকর্ড গড়েছি। এজন্য আমি গর্ববোধ করছি। ”
এ সময় এভারেস্ট জয়ের পথে নারীদের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন চুরিম।
এর আগে, ১৯৯৩ সালে প্রথম নেপালি নারী হিসেবে এভারেস্ট জয় করেন পাসাং লামু শেরপা। তাঁর পথ ধরে ২১ জন নেপালি নারী সর্বোচ্চ পর্বতশৃঙ্গে দেশের পতাকা ওড়ালেও কেউই এক মৌসুমে দুইবার ওড়াতে পারেননি। শেষ পর্যন্ত সেই রেকর্ডই গড়লেন দেশটির পূর্বাঞ্চলীয় পর্বতাঞ্চলের বাসিন্দা চুরিম শেরপা।
উল্লেখ্য, ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নরগে’র যৌথভাবে প্রথম এভারেস্ট জয়ের পর এ পর্যন্ত প্রায় ৩০০০ পর্বতারোহী পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে স্বদেশের পতাকা উড়িয়েছেন।
বাংলাদেশ সময় : ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com