ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

আবার ভাসবে টাইটানিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, ফেব্রুয়ারি ২৭, ২০১৩
আবার ভাসবে টাইটানিক

ঢাকা: আবার ভাসবে টাইটানিক। তবে, একশ’ বছর আগে ডুবে যাওয়া টাইটানিক নয়, হুবহু টাইটানিকের আদলে তৈরি টাইটানিকের রেপ্লিকা।



অস্ট্রেলিয়ার ধনকুবের ক্লালিভ প্লামার মঙ্গলবার টাইটানিকের রেপ্লিকা তৈরির ঘোষণা দেয়। তিনিই জাহাজ নির্মাণের সব খরচ বহন করবেন।

তিনি জানান, জাহাজটির নির্মাণ কাজ খুব শীঘ্রিই চীনে শুরু হবে। ২০১৬ সালের শেষের দিকে জাহাজটি যাত্রা শুরু করতে পারবে বলে আশা করছেন তিনি।

এরইমধ্যে ৪০ হাজার মানুষ জাহাজটির টিকেট কেনার আগ্রহ দেখিয়েছেন বলে জানান তিনি। জাহাজটি ডুবে যাওয়া টাইটানিকের মতোই ইংল্যান্ডের সাউদাম্পটন নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করবে।

জাহাজটি ২ হাজার ৪শ’ ৩৫ জন যাত্রী ও ৯শ’ ক্রু বহন করতে পারবে।

জাহাজটির লাইফবোটগুলো ২ হাজার ৭শ’ যাত্রী এবং জাহাজটিতে থাকা ভেলা গুলো আরও ৮শ’ যাত্রী বহন করতে পারবে।

অথচ ডুবে যাওয়া টাইটানিক ২০টি লাইফবোট নিয়ে যাত্রা করেছিল যা টাইটানিকের মোট যাত্রীর ৩৩% বা মাত্র ১১৭৮ জন যাত্রী বহন করতে পারতো। মূলত লাইফবোটের সংখ্যার এই পার্থক্য ছাড়া টাইটানিকের সঙ্গে জাহাজটির  আর কোনো পার্থক্য নেই।

প্লামার অবশ্য টাইটানিকের আদলে তৈরি জাহাজটি কখনোই ডুববে না এমন দাবি করেননি।

তিনি বলেন, “আমি মনে করি যেকোনো জলযানই ডুবে যেতে পারে, যদি তাতে কোনো ছিদ্র থাকে। ”

টাইটানিক ছিল ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট লাইন স্টারের মালিকানাধীন প্রতিষ্ঠানের তৈরি। টাইটানিক ছিল তখনকার সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ। এ জাহাজটি যুক্তরাষ্ট্রে বেলফাস্টের হারল্যান্ড অ্যান্ড ওলফ্ শিপইয়ার্ডে তৈরি করা হয়।

নির্মাণ শৈলীর দিক থেকে টাইটানিক এতটাই আধুনিক ছিল যে নির্মাতাদের দাবি ছিল জাহাজটি কখনোই ডুববে না।

১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করে টাইটানিক। প্রথম যাত্রাতেই ১৯১২ সালের ১৫ এপ্রিল একটি হিমবাহের সঙ্গে ধাক্কা লেগে সলিল সমাধি ঘটে তখনকার সবচেয়ে বিলাসবহুল এ জাহাজটির।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।