ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

১২ বছরেই শেষ আধুনিক শৈশব!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, মার্চ ৬, ২০১৩
১২ বছরেই শেষ আধুনিক শৈশব!

ঢাকা: ৫০ বছর আগেও যেখানে ১৮-২০ বছর বয়সী তরুণরা শিশুর মতো আচরণ করতেন, মাঠ দাপিয়ে বেড়াতে শৈশবের দুরন্তপনায়- সেখানে মাত্র ১২ বছরেই শেষ হয়ে যাচ্ছে আধুনিক কালের শৈশব, ১২ বছরের শিশুরাই আচরণ করছেন বড়দের মতো!

উদ্বেগজনক এমন তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যভিত্তিক একটি ওয়েবসাইটে।

মা-বাবাদের ব্যবহার করা ‘নেটমামস’ নামের ঐ ওয়েবসাইটের অনেক সদস্য অভিযোগ করেছেন, “বয়স হওয়ার আগেই আচরণে বড় হয়ে উঠছে শিশুরা।



তারা অভিযোগ করেন, “মেয়েরা খুব তাড়াতাড়ি তাদের নিজের আচরণ সম্পর্কে সচেতন হয়ে উঠছে, আর ছেলেরা বয়স হওয়ার আগেই খুব তাড়াতাড়ি নিজেদের ‘পৌরুষত্ব’ প্রদর্শন করছে। ”

এ ব্যাপারে বুধবার ‘নেটমামস’ এ প্রকাশিত একটি নিবন্ধে প্রায় সহস্রাধিক মন্তব্য করেন ব্যবহারকারীরা। এদের প্রায় দুই তৃতীয়াংশেরই অভিযোগ, “গণমাধ্যমের ঢালাও উপস্থাপন শিশুদের সুন্দর সময়গুলিকে দ্রুত চুরি করছে। গণমাধ্যমে শিশুদের চরিত্রকে বেশি দায়িত্বশীল করে তোলার কারণেই এমনটি ঘটছে। ”
এদের অনেকের আবার অভিযোগ, কার্যত ১০ বছরের আগেই শেষ হয়ে যাচ্ছে আধুনিককালের শৈশব!

ওয়েবসাইটটির ব্যবহারকারীদের অভিযোগ, “আমরা মা-বাবারা ওদের ছোট হিসেবে দেখলেও গণমাধ্যমের প্রভাবে শিশুরা নিজেদের শিশু হিসেবে দেখতে চাইছে না। ”

নেটমামস’র সহ-প্রতিষ্ঠাতা ফ্রিগার্ড বলেন, “শিশুদের মানসিকতার ওপর বাড়তি চাপ ঠেকাতে এখনই আমাদের চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। শিশুদের সময়গুলিকে বাঁচানো দরকার- যেন তারা আবেগ আর বাস্তবতা বুঝে পৃথিবীর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। খুব দ্রুত এতো চাপ পড়ে গেলে শিশুদের মানসিকতার সুষ্ঠু বিকাশ হবে না। ”

তবে ওয়েবসাইটটির অনেক ব্যবহারকারী পরামর্শ দিয়ে জানান, ভবিষ্যতের জন্য শিশুকে সম্পূর্ণ প্রস্তুত করে গড়ে তুলতে পারিবারিক বোঝাপড়াও কার্যকর ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ সময় : ২৩২২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।