ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

আমাদের ওয়াও

আছিব চৌধুরী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, মার্চ ২০, ২০১৩
আমাদের ওয়াও

বাংলাদেশ তো এগিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রযুক্তিতে আমাদের আটকে রাখা কঠিন।

এমন সময়ে সব উদ্যোগেই প্রযুক্তি নির্ভরতা প্রয়োজন।

আমাদের ‘ওয়াও’ অনলাইন শপ তেমনই একটি উদ্যোগ। শুরুর গল্পটা বলা দরকার। ফেসবুকে ‘ চাকরি খুঁজবো না, চাকরি দিব’ পেইজটি থেকে অনুপ্রাণিত হই। তখনই ভাবি চাকরির পেছনে না ছুটে নিজেরাই কিছু একটা করে ফেলি।  

বন্ধুরা মিলে ডিজিটাল পদ্ধতিতে যে কোনো সেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা শুরু করি। ভাবতে থাকি কোন বিষয়টি বর্তমান সময়ে সবাই খুব সহজে পেতে চায়।

তখনই ঢাকার যানজটের কথা আসে। এই যানজটের শহরে পরিবারের সঙ্গে কেউ যদি হাজির বিরিয়ানি খেতে চায় তখন কি হবে? ২/৩ ঘণ্টা সময় ব্যয় করে পুরান ঢাকা যাবে?

এ ভাবনা থেকেই ‘ওয়াও’ (wowonlineshop.com) এর জন্ম। বিজনেস আইডিয়া নিয়ে তখন হাজির হয় বন্ধু খালিদা রহমান সুফিয়া। সঙ্গে পরামর্শক সাফখাত শিশির সাইমন দলে যোগ দেয়।

তবে সবকিছুর পরও প্রডাক্ট প্রমোটার প্রয়োজন। কিভাবে এ সেবার মান বৃদ্ধি ও মানুষের কাছে খবর পৌঁছে দেওয়া যায়। আরেক বন্ধু ফেরদৌস রহমান এ দায়িত্বটি নেন। দল ঠিক হলো। কিন্তু এখন তো আসল কাজ। যেহেতু ইন্টারনেট জগতেই ওয়াও পরিচালিত হবে। প্রয়োজন দক্ষ ডেভেলপার। এসময় পেয়ে যাই আমিনুল ইসলাম হককে। সে আমাদের আইটি অফিসার। হয়ে গেল ‘ওয়াও টিম’।

সব দায়িত্ব ভাগ করে নিয়েই কাজ শুরু হয়ে গেল। এবছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ই-কমার্স মেলায় উদ্বোধন হয় ওয়াও অনলাইন শপ।

আমাদের সেবাগুলোর মধ্যে প্রধান হচ্ছে খাবার। এখানে আছে পুরান হাজী, নান্না, মামুনের মত সব নামকরা হোটেলের বিরিয়ানি, বোরহানি, লাবাং, তেহারি।

ফাস্ট ফুডের মধ্যে থাকছে ( ঢাকা শহরের ব্র্যান্ডের সব ধরনের পিজা,কেক,বার্গার ইত্যাদি)। এছাড়াও জন্মদিনে ও বিশেষ কোন উৎসবে অর্ডার নেওয়া হয়।

প্রতিদিনের খাবার তালিকার মধ্যে আছে ফরমালিন মুক্ত মাছ, মাংস ও কাঁচা সবজি।

শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি ওয়াও। পোষাক, পাটের তৈরি বিভিন্ন পণ্য, নকশি কাঁথা সহ কুটির শিল্পও থাকছে।  

এখানে লেনদেনের বিষয়টি গুরুত্বপূর্ণ। বিকাশ এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্থ লেনদেন করার ব্যবস্থা রাখা হয়েছে।  

এ উদ্যোগ ধীরে ধীরে আরও বিস্তার লাভ করবে। এমন স্বপ্ন আমরা সবাই দেখি। অনলাইনে খুব সহজে ঘরে বসে বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার নিত্য নতুন আরও উদ্যোগ ওয়াও অনলাইন শপ নেবে। সবে তো স্বপ্নেরযাত্রা শুরু। এখনও এগুতে হবে অনেক পথ।  

লেখক: আছিব চৌধুরী, ওয়াও অনলাইন শপের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৩
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।