বাংলাদেশের তরুণ প্রজন্ম পরিবেশ বিপর্যয় নিয়ে বেশ সচেতন হয়ে উঠছে। তাদের নানান ধরনের কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী এ সচেতনতা ছড়িয়ে দিতে চেষ্টার শেষ নেই।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ইয়ুথ মুভমেন্ট ফর ক্লাইমেট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভের যৌথ উদ্যোগে মার্চ জুড়ে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এ উদ্যোগে সব ধরনের সহযোগিতা করছে অস্ট্রেলিয়ান পরিবেশ বিজ্ঞানী পেট্রিক কিকবাই। বাংলাদেশের তরুণদের মধ্যে পরিবেশ বিষয় নেতৃত্ব তৈরিতে আগ্রহী পেট্রিক কাজ করছেন।
বিশ্ব নেতাদের সঙ্গে কি করে পরিবেশ বিষয়ে নিজেদের দাবি নিয়ে কথা বলতে হবে সে বিষয়েও তরুণদের সচেতন করার চেষ্টা করছেন অস্ট্রেলিয়ান এ বিজ্ঞানী।
কর্মসূচির প্রথম অংশ হিসেবে ২৩ মার্চ সন্ধ্যায় তারা পালন করে আর্থ আওয়ার ডে। ধানমন্ডিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এ কর্মসূচি পালন করে। আর্থ আওয়ারে সময় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে উপস্থিত সাধারণ মানুষরাও তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অংশ নেয়।
অন্যদিক ২৯ মার্চ শুক্রবার বাংলাদেশ ইয়ুথ মুভমেন্ট ফর ক্লাইমেট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভের যৌথ উদ্যোগে ‘ক্লাইমেট সলিউশনস কনফারেন্স’ আয়োজিত হতে যাচ্ছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের পরিবেশ বিষয়ক কর্মী ও অভিজ্ঞ বক্তাদের নিয়ে তরুণদের বিশেষ কর্মশালাও অনুষ্ঠিত হবে। বিশেষ করে পরিবেশ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে স্বেচ্ছাসেবকদের কিভাবে গড়ে তুলতে হবে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ কি করে নিশ্চিত করতে হবে সেসব বিষয়েই আলোচনা হবে।
আয়োজকদের অন্যতম আমিনুর রহমান বাংলানিউজকে জানান, এর আগে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করলেও আন্তর্জাতিকমানের সম্মেলন এবারই প্রথম আয়োজন করতে যাচ্ছি। আশা করছি পরিবেশ নিয়ে কাজ করতে ইচ্ছুক তরুণরা এতে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য এ সম্মেলনে অংশগ্রহণের পূর্বে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য climatesolutionsconference@gmail.com – যোগাযোগ করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৩
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক