ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য তহবিল সংগ্রহ করবে দেশী দশ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, জানুয়ারি ১৩, ২০১১
মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য তহবিল সংগ্রহ করবে দেশী দশ

মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য তহবিল সংগ্রহ করবে দেশী দশ। স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন নির্মাণ উপলক্ষে তারা এ কর্মসূচির আয়োজন করেছে।

১৪ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের ৭ম তলায় দেশী দশ চত্বরে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিবৃন্দ, দেশী দশের উদ্যোক্তা সদস্যরা। কারুশিল্পী সুশান্ত পাল ও বয়ন শিল্প উদ্যোক্তা রঘূনাথ বসাক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করবেন।

এ তহবিল সংগ্রহ চলবে ঢাকা ও চট্টগ্রামের দেশী দশ চত্বরে। ১৪ জানুয়ারি শুরু হয়ে এ কার্যক্রম চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।  

বাংলাদেশ সময় ২০৫০, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।