ঘটনা
১৮৬২ সালে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল গঠিত হয়।
১৮৭১ সালে প্রুশিয়ার ডিলহেলম নিজেকে প্রথম জার্মান সম্রাট হিসেবে ঘোষণা করেন।
১৯১২ সালে মেরু অভিযাত্রী ক্যাপটেন রবার্ট স্কট দক্ষিণ মেরু পৌঁছান।
১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৪৪ সালে জার্মান অবরোধ থেকে লেনিনগ্রাদ মুক্ত হয়।
ব্যক্তি
১৬৭৭ সালে কেপ টাউনের প্রতিষ্ঠাতা ইয়ান ভান রিয়েবকের মৃত্যু।
১৮৬৭ সালে নিকারাগুয়ার কবি রুবেন দারিওরের জন্ম।
১৯৩৬ সালে নোবেলজয়ী [১৯০৭] ইংরেজ সাহিত্যিক রুডিয়ার্ড কিপলিংয়ের মৃত্যু।
বাংলাদেশ স্থানীয় সময় ০০১৫, জানুয়ারি ১৮, ২০১১