ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

সাপের জন্য বাড়িছাড়া!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, জানুয়ারি ২৩, ২০১১
সাপের জন্য বাড়িছাড়া!

রাতে ফিটফাট বিছানায় ঘুমাতে গেলেন আর হঠাৎ আবিষ্কার করলেন বিছানায় আস্ত কয়েকটি সাপ। শুধু রাতেই নয়, দিনের বেলায়ও গমের ঝুড়ি, দেয়াল, বাগান সর্বত্র ঘুরে বেড়ায় হাজার হাজার সাপ।

কোনো সিনেমার দেখা সাপ নয় এগুলো, যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজের একটি বাড়ির সত্য ঘটনা।

এই ভয়ানক উৎপাত থেকে মুক্তি পেতে রিয়েল এস্টেট কোম্পানির এজেন্ট টড ডেভিস বাড়িটি বিক্রি করে দেওয়ার কঠিন কাজ হাতে নিয়েছেন। তিনি চলতি বাজারদরের চেয়ে ৬৬ হাজার ডলার কমে বাড়িটি বিক্রি করে দিতে চাইলেও বেচারা ডেভিসের কপালে এখনও খদ্দের জোটেনি। বাড়িটি ইতিমধ্যে ‘আইডাহো সাপঘর’ নামে পরিচিতি পেয়ে গেছে। তবে ডেভিস আশাহত হচ্ছেন না, কারণ তিনি মনে করছেন পৃথিবীতে নিশ্চয়ই সর্পপ্রেমী লোকজন আছেন।

বাড়িটির আগের মালিকরা এটি বন্ধক রেখে চলে যান। কারণ তারা মনে করেছিলেন, চারপাশে সাপ নিয়ে বাস করার চেয়ে বাড়ি ছেড়ে দেওয়াই ভালো। তারপর বাড়িটির ঋণদাতা একটি এর দখল নিয়ে নেয়। রিয়েল এস্টেট কোম্পানির এজেন্ট টড ডেভিস বাড়িটি বিক্রির জন্য আপ্রাণ চেষ্টা করছেন। বাড়িটির বাজারদর ১ লাখ ৭৫ হজার মার্কিন ডলার হলেও ১ লাখ ৯ হাজার ডলারেই ডেভিস তা বিক্রি করতে চাইছেন।

ডেভিস বলেন, ‘আমার প্রয়োজন একজন সর্পপ্রেমী অথবা যার অনেক বেজি আছে এমন একজন ক্রেতা। ’ আর বেজি ও সাপের ধ্রুপদী লড়াইয়ে কে জেতে তা তো সবারই জানা।

তিনি আরও বলেন, ‘এটা সমস্যা না, উপদ্রব। আর এই অভিজ্ঞতা সত্যিই ভয়াবহ। ’

সূত্র : ডেইলি মেইল

বাংলাদেশ সময় ১৭০৮, জানুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।