ঘটনা
১৯১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তঃমহাদেশীয় টেলিফোন যোগাযোগ প্রতিষ্ঠিত হয়।
১৯১৭ সালে পঁচিশ মিলিয়ন ডলারে মার্কিন যুক্তরাষ্ট্র ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ কিনে নেয়।
১৯২২ সালে ফ্যাক্টরি আইনে সংশোধনের ফলে সাপ্তাহিক কাজের সময় ৬০ ঘণ্টা ও সপ্তাহান্তে ছুটির বিধান চালু করা হয়। শ্রমিকের বয়সসীমা সর্বনিম্ন বয়সসীমা ৯ থেকে বাড়িয়ে ১২ বছর করা হয়।
১৯৬৫ সালে ইন্দোনেশিয়া জাতিসংঘ ত্যাগ করে।
ব্যক্তি
১৮২৪ সালে মহাকবি মাইকেল মুধুসূদন দত্তের জন্ম।
১৮৫৬ সালে রাজনীতিবিদ ও সমাজসেবক অশ্বিনীকুমার দত্তের জন্ম।
১৮২৪ সালে কথাসাহিত্যিক ও নাট্যকার সমারসেট মমের জন্ম।
১৯৫৭ সালে আমাশয় রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশির মৃত্যু।
বাংলাদেশ স্থানীয় সময় ০০১৫, জানুয়ারি ২৫, ২০১১