ঘটনা
১৮২২ সালে গ্রিসের স্বাধীনতা ঘোষিত হয়।
১৮৭৯ সালে টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন।
১৯১৬ সালে বার্লিনে কমিউনিস্ট পার্টি ‘স্পার্টাকাস’ গঠিত হয়।
১৯২৬ সালে জন লগি ব্যায়ার্ড সর্বপ্রথম জনসমক্ষে টেলিভিশন প্রদর্শন করেন।
১৯৪৩ সালে মার্কিন বোমারু বিমান জার্মানিতে প্রথম বোমাবর্ষণ করে।
১৯৬৭ সালে অ্যাপেলো নভোযানে পরীক্ষামূলক মহড়াকালে তিনজন নভোচারী নিহত হন।
ব্যক্তি
৬৬১ সালে খলিফা হজরত আলী নিহত হন।
১৭৫৮ সালে অস্ট্রিয় সুরস্রষ্টা আমাদিউস মোৎসার্টের জন্ম।
২০০৭ সালে ওয়াহিদুল হকের মৃত্যু।
বাংলাদেশ স্থানীয় সময় ০০০৮, জানুয়ারি ২৭, ২০১১