ঘটনা
১৮৩১ সালে ঈশ্বর গুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়।
১৮৭১ সালে জার্মান বাহিনীর কাছে প্যারি আত্মসমর্পণ করে।
১৮৮২ সালে কলকাতা-বোম্বাই দূরালাপনি চালু হয়।
১৯৩২ সালে জাপানিরা সাংহাই দখল করে নেয়।
১৯৮৬ সালে মার্কিন নভোখেয়াযান চ্যালেঞ্জার বিধ্বস্ত হলে সাত জন ক্রুর সবাই মৃত্যুবরণ করেন।
ব্যক্তি
১৭৮২ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ তিতুমীরের জন্ম।
১৯৩৯ সালে নোবেলজয়ী [১৯২৩] আইরিশ কবি ও নাট্যকার উইলিয়াম বাটলার ইয়েটসের মৃত্যু।
১৯৭৯ সালে স্বাধীনতাসংগ্রামী ও সমাজকর্মী ক্ষিতীশচন্দ্র দাশগুপ্তের মৃত্যু।
বাংলাদেশ স্থানীয় সময় ০০১৫, জানুয়ারি ২৮, ২০১১