আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ:৭/৬/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
কর্মস্থলে সব দিক বিচার করে বিরোধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। শত্রুপক্ষ সক্রিয় থাকবে।
টোটকা: কিছুটা দই, কিছুটা গম এবং একটি আদার টুকরো মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

একদিকে পরিবারের সবকিছুই ঢিমেতালে চলবে অন্যদিকে কর্মক্ষেত্রে সহকর্মীদের মধ্যে দেখা দিতে পারে গাছাড়া ভাব। যা করবেন খোঁজখবর নিয়েই করবেন। সন্তানের জন্য নিশ্চিন্ত থাকবেন।
টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে জলে ফেলে দিন।

কুটুমস্থানীয় কেউ সমস্যায় পড়ে আপনার সাহায্য চাইতে পারে। যারা ওষুধের কারবারের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে পারে। শত্রুরা তেমন সুবিধা করে উঠতে পারবে না। ব্যবসায় সাফল্যের যোগ আছে। প্রেমযোগ সবল হচ্ছে।
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

অন্যের ভুল ঠিক করতে গিয়ে আপনাকে অধৈর্য হয়ে পড়তে হতে পারে। অর্থনৈতিক সমস্যা তীব্র আকার নেবে না। সহোদরস্থানীয় কাউকে দিয়ে গুপ্ত কাজ উদ্ধার করে ফেলবেন। কথা-বার্তায় সৌজন্য বজায় রেখে চলুন। ভ্রমণের যোগ আছে।
টোটকা: সদর দরজার সামনে দু’টি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস এবং কিছুটা ফুল ডাবের জলে ভিজিয়ে রাখুন।

পরিবারে জাগতিক ব্যাপারগুলি অনুকূলে আসতে থাকবে। পারিবারিক ব্যাপারে অযথা বিরক্ত হবেন না। কোনো বন্ধু আপনার জন্য কিছু করতে চাইলে তাকে অবহেলা করবেন না। অর্থযোগ মধ্যম।
টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

কোনো মননশীল ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়তে পারেন। কোন কাজটি আপনার পক্ষে ভালো কোন কাজটি আপনার পক্ষে মন্দ সেটা বুঝে চলুন। পারিবারিক ও আর্থিক ব্যাপারে সমস্যার যোগ দুর্বল হচ্ছে।
টোটকা: একটি হলুদ সুতি কাপড়ে কিছুটা সরষে এবং তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

শিল্প সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালোই সুযোগ পাবেন। আকস্মিক কোনো ঘটনায় বিচলিত হতে পারেন। অপরিমিত ব্যয় আটকান যাবে না। গুপ্ত শত্রুরা কোনো কৌশলেই আপনাকে পরাজিত করতে পারবে না। প্রেমযোগ বর্তমান।
টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল এবং সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।

আপনার মাধ্যমে কোনো ভুল হয়ে যাওয়া সম্ভাবনা আছে। কোনো ধরনের ভুল হয়ে গেলে আপনার প্রিয়জনেরাও সমালোচনা করতে ছাড়বে না। অতি পরিশ্রমে কাতর হতে পারেন। বাড়ির পরিবেশ এবং কাজের জায়গা সামঞ্জস্য করতে ধর্মের দিকে মন দিন। যে আবদার মেনে নেওয়া সম্ভব নয় সেটিকে এড়িয়ে চলুন।
টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা আছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

সাময়িক বাক-বিতণ্ডা মনকে দুর্বল করতে পারে। সব ব্যাপারে বিলম্ব হওয়ার বিষয়টি মেনে নিতে হবে। সুসময়ের জন্য অপেক্ষা করুন। কোনো পরিচিত ব্যক্তির দাবি অন্যায্য মনে হলে সেটি সরাসরি না বলে এড়িয়ে চলুন। সন্তানকে চিন্তা থাকবে।
টোটকা: একটি জামপাতাসহ জাম ডাল কিছুটা সিঁদুর, কিছুটা চাল, সামান্য মাটি, অল্প জল একটি পাত্রে রেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হোন। কারও আচরণে বিব্রতবোধ করলেও তাকে সরাসরি বুঝতে দেবেন না। অর্থনৈতিক সমস্যা হবে। পদস্থ ব্যক্তির সাহায্য নিতে হতে পারে।
টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন।

অতিরিক্ত খরচ করে এলোমেলো হয়ে ওঠা পরিবেশ সামলে নিতে পারবেন। সহকর্মীদের উপর বিরক্ত হতে পারেন। বেশিদূর বেড়াতে না যাওয়াই ভালো। কোনো হারিয়ে যাওয়া কাগজ খুঁজে পেতে পারেন। কর্মস্থলে আপনার প্রভাব অক্ষুণ্ণ থাকবে।
টোটকা: আমলকি ও কাঁচা ডুমুর একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

ন্যায্য পাওনা আদায় করতে সময় লাগবে। ভাগ্য অনুকূলে থাকায় সমস্ত রকম প্রতিকূল পরিবেশ থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা আপনার দ্বারা উপকৃত হয়েছেন তারাই আপনার থেকে দূরত্ব বজায় রাখতে চাইবে। ভ্রমণযোগ আছে।
টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর লাল সিঁদুরের একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ০৭, ২০১৪