সাড়ম্বরে বর্ষা আসছে। বর্ষার আগেই ক’দিন বৃষ্টি হয়েছে একটানা।

ধলেশ্বরীর বুকে মাছ ধরায় ব্যস্ত এক জেলে পরিবার।

দরোজায় কড়া নাড়ছে বর্ষা। ধলেশ্বরীর তীরে তাই নতুন নাও তৈরির ফুরসতহীন ব্যস্ততা।

আর তিন দিন পরেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্ব আসরের এই উন্মাদনা ছুঁয়ে গেছে ধলেশ্বরী পাড়ের বেদে পল্লীতেও।

দিনভর কাজের শেষে পড়ন্ত বিকেলে ধলেশ্বরী পার হয়ে নীড়ে ফিরছে শ্রমজীবী মানুষ।

ডেকোরেটরের হাঁড়ি-পাতিল ধোয়ার কাজ চলছে ধলেশ্বরীতে। এমন অনেক নাগরিক হ্যাপায় নিত্য দিনই দুষিত হচ্ছে ধলেশ্বরী।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ৮, ২০১৪