ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

রাজবাড়ীতে একটি কলাগাছে ১৫ মোচা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, জুন ৯, ২০১৪
রাজবাড়ীতে একটি কলাগাছে ১৫ মোচা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের মৌলভীর ঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে একটি কলাগাছে এক সঙ্গে ১৫টি মোচা বের হয়েছে।

কলা চাষি সিরাজুল ইসলাম বলেন, গত বৈশাখ মাসে তিনি সালাউদ্দিন গাজী নামে এক ব্যক্তির কাছ থেকে জমি বর্গা নিয়ে ১০০টি কলার চারা রোপণ করেন।

সাধারণত একটি কলা গাছে একটির বেশি থোর বা মোচা হয় না। কিন্তু এই কলা বাগানের একটি গাছে এক সঙ্গে ১৫টি কলার মোচা বের হয়েছে। বিরল এ দৃশ্য দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ এখানে ভিড় জমাচ্ছেন।

জমির মালিক সালাউদ্দিন বলেন, আমি জীবনে এমন কলা গাছ দেখিনি।

পল্লী চিকিৎসক আমজাদ হোসেন বলেন, অবিশ্বাস্য কলাগাছের কথা শুনে নিজ চোখে দেখে এসেছি। এটি সত্যিই বিরল ঘটনা।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুন ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।