ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

প্রেম মধ্যম মীনের, প্রস্তাব পেতে পারেন সিংহ

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৫, জুন ১১, ২০১৪
প্রেম মধ্যম মীনের,  প্রস্তাব পেতে পারেন সিংহ

আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ১১/০৬/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২
সঠিক সময় বণ্টন করতে না পারায় ঘরে-বাইরে সমস্যা তৈরি হতে পারে। মানসিকভাবে অস্থির থাকবেন।

পরিবারের সহায়তায় সমস্যার মুক্তি। নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে।

টোটকা: কাজের টেবিলে একটি রুপার কয়েন রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
গুরুত্বহীন ঘটনা ডেকে আনবে সমস্যা। এর ফলে মনে আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। রাশিচক্র প্রতিকূল থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে। প্রেমযোগ থাকলেও দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে পদ্মফুল রাখলে উপকার পাবেন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
কোনো আত্মীয়ের মাধ্যমে ব্যবসার সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। পরিবেশ অনুকূল থাকার ফলে ব্যবসায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। পরিবারের কোনো সদস্যের সাফল্যের খবর আসতে পারে।

টোটকা: বেলপাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
কর্মক্ষেত্রে সফলতার যোগ আছে। ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। সন্তানের বিদেশ যাওয়ার খবর আসতে পারে। আধ্যাত্মিক চিন্তা জীবনকে নতুন দিশা দিতে পারে। ছাত্রদের জন্য দিনটি শুভ। প্রেমযোগ নেই।

টোটকা:  লবণ, মধু এবং ঘি একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১
মত পরিবর্তন করার প্রস্তাব আসতে পারে। কর্মক্ষেত্রে সফলতা ও ব্যবসায় উন্নতির যোগ আছে। প্রেমের প্রস্তাব আসতে পারে। পারিবারিক যোগাযোগ শুভ। ভ্রমণযোগ আছে।
 
টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ২
হয়ে যাওয়া কাজেও নতুন বাধা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যার যোগ আছে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। প্রেমযোগ ক্ষীণ। তবে পরিবেশ প্রতিকূল থাকলেও পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।  

টোটকা: শুকনো মরিচ কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৭
খেলাধুলায় উন্নতির সম্ভাবনা। পরিবেশ অনুকূল থাকায় কঠিন পরিস্থিতির মধ্যে পড়েও ভাগ্য জয়ের সংবাদ দিতে পারে। সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমযোগ নেই।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা শুভফল লাভ  হতে পারে। প্রেমের যোগ থাকলেও এ নিয়ে বিশেষ কোনো তরফ থেকে বাধা দেখা দিতে পারে। সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ব্যবসায় শুভযোগ আছে। ভ্রমণযোগ পরিলক্ষিত হচ্ছে।

টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।   

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৭
অসাম্যের প্রতিবাদ করতে গিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে। এর ফলে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক সমস্যা বৃদ্ধি। বয়সজনিত পীড়ার শিকার হতে পারেন। বন্ধুদের সঙ্গে প্রেম নিয়ে কোনো সিদ্ধান্তের ফলে মনোমালিন্য দেখা দিতে পারে।

টোটকা: কাজের জায়গায় একটি পিতলের পাত্রে জল রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
ব্যবসায় সফলতা পাওয়ার আশা। পড়ুয়াদের পড়াশুনার কারণে বিদেশ ভ্রমণের সুযোগ দেখা যাচ্ছে। নতুন চাকরির খবর আসতে পারে। প্রেমের জন্য শুভ। সামাজিক সম্মান ও উপহার লাভের যোগ আছে।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
কাজ নিয়ে ভয় পেলে আপনার কাজ আরও সমস্যাসঙ্কুল হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে দিনের প্রথমভাগ প্রতিকূল। প্রতিশ্রুতি দিয়ে বিশেষ কেউ কথা রাখবে না। ব্যবসায় রোজগার বাড়বে।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ২
ব্যবসায় উন্নতি ও সৃষ্টিশীল কাজে সাফল্য আসবে। বাবার শরীর নিয়ে উদ্বেগ, চিন্তা দেখা দিতে পারে। প্রেমের জন্য মধ্যম। কর্মক্ষেত্রের কোনো ঘটনা মানসিক অবসাদ তৈরি করতে পারে। বিভিন্নভাবে চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা শুভ ফল পাবেন।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার উপর সূর্যের আলো পড়ে।

বাংলাদেম সময়: ০০০১ ঘণ্টা, জুন ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।