ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

ফুলমুনে হানিমুন!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৭, জুন ১৩, ২০১৪
ফুলমুনে হানিমুন!

ঢাকা: গতরাতে অাকাশের চাঁদটাকে একটু অন্যরকম মনে হয়নি! চাঁদের রুপালি থালাটাও যেন ছিলো একটু বেশিই বড়,উজ্জ্বল। ঈষৎ বাদামি শরীরের রুপালি চাঁদ যেন আরও মায়াবী হয়ে উঠেছিলো গতরাতে।



হ্যাঁ, ঠিকই ধরেছেন। গতরাতের চাঁদটি ছিলো আসলেই অন্যরকম। চাঁদের এ ধরনের রূপসি রূপকে সাধারণত হানিমুন হিসেবে অভিহিত করা হয়।

প্রতিবছর জুন মাসের উত্তরায়নের সময় এটি নিয়মিতই ঘটে। কিন্তু এ বছরের হানিমুন বয়ে এনেছিলো বিশেষ আবেদন। কারণ রাতটি ছিলো একই সঙ্গে ফুলমুন বা পূর্ণিমা।  

আর পূর্ণিমার রাতে এ ধরনের মধুচন্দ্রিমা সর্বশেষ পৃথিবীবাসী দেখেছিলো ১৯১৯ সালের ১৩ জুন। একই ঘটনা মর্ত্যবাসী আবারও ২০৯৮ সালের ১৩ জুনের আগে চাক্ষুস করতে পারবে না।

তাই গতরাতে যারা চাঁদের এই রূপ দেখেছেন, তারা নিজেদের বিরল সৌভাগ্যবান ভাবতেই পারেন।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।