ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

আবেগ নিয়ন্ত্রণ করুন বৃষ, প্রতিযোগিতায় হারবেন না কন্যা

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০২, জুন ২৫, ২০১৪
আবেগ নিয়ন্ত্রণ করুন বৃষ, প্রতিযোগিতায় হারবেন না কন্যা

আজ কেমন যাবে
তারিখ: ২৫/৬/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২১
দিনের শুরুতে যে পরিবেশ উপভোগ করবেন দিনের মধ্যভাগ থেকে তার পরিবর্তন হতে পারে। লক্ষ্য রাখতে হবে আপনার ব্যবহার, আদর্শ, নীতিবোধ যেন ঠিক থাকে।

পুরনো যোগাযোগ রক্ষা করার চেষ্টা করুন। পারিবারিক জীবনের স্থিতিশীলতা আপনাকে আরও উদ্যমী করে তুলবে।
 
টোটকা: পাঁচটি সিম বীজ ও কিছুটা সজনে ফুল একটি হলুদ কাপড়ে বেঁধে মাটির পাত্রে বিছানার তলায় রেখে দিন। পরের দিন সূর্য ওঠার আগে সেটিকে জলে ভাসিয়ে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
নতুন নতুন বিষয়ে আলোচনা আপনার বেশ ভালোই লাগবে। আয়-ব্যয় সমতলে চলবে। ঋণ হওয়ার সম্ভাবনা নেই। কাজে সামান্য খুঁত থাকলেও মূল লক্ষ্যে পৌঁছুতে যা করণীয় তাই করুন। আবেগপ্রবণতা আপনাকে দুর্বল করতে পারে। অর্থযোগ মধ্যম।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
নতুন কোনো সংগঠনে যোগ দেওয়ার ফলে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করবেন। কিন্তু কম বুঝে কোনো কাজ সম্পন্ন করতে পারবেন না। আগের করা কাজ পরিমার্জিত করতে চাইবেন। ঘরে বাইরে শান্তি বজায় থাকবে।

টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে  জলে ফেলে দিন।
 
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
সহকর্মী ও কল্যাণকামী ব্যক্তিরা আপনাকে বিভিন্নভাবে সহায়তা করবেন।   সামাজিক বা ব্যক্তিগত ক্ষেত্রে প্রচুর কাজ করবেন। শরীরের প্রতি নজর রাখা দরকার। প্রাকৃতিক চিকিৎসা আপনার পক্ষে উপযুক্ত হতে পারে। অর্থনৈতিক বিষয় নিয়ে বিব্রত বোধ করবেন।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১
যেন তেন প্রকারে উপার্জন বাড়িয়ে তুলবেন। মনে মনে বেশ গর্ব অনুভব করবেন। কোনো ব্যক্তির তোয়াজে আগের ঘটনা ভুলে যাবেন না। সময়টা কিছুটা কঠিন তাই আপনাকেও কিছুটা সমঝোতা করে চলতে হবে। উচ্চশিক্ষার জন্য চেষ্টা করলে এগিয়ে যেতে পারবেন।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ২
কোনো ধরেনের প্রতিযোগিতায় আপনাকে হারানো কঠিন। আত্মবিশ্বাসে প্রচুর কাজ একসঙ্গে করতে থাকবেন। একটু পরিকল্পনা করে চললে আরও কাজ সম্পন্ন করতে পারবেন। তবে মনে হতে পারে কাজ যতটা করেছেন তার সঠিক মূল্যায়ন হচ্ছে না।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৭
যে পরিবেশে কাজ করছেন সেটি আপনার ভালোই লাগবে। জীবনে কিছুটা একঘেঁয়ে অবস্থা আসতে পারে। ভবিষ্যতের কথা ভেবে অর্থনৈতিক জীবনকে সুদৃঢ় করে তুলতে চাইবেন। যদি কোনো সম্পর্ক আনন্দ না দেয় তবে তার থেকে দূরে সরে যাওয়াই শ্রেয়।

টোটকা: জলে নিমপাতা ও কালোজিরা রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
অন্যের উদ্দেশ্য বুঝে চলার চেষ্টা করুন। একটু নরম মনোভব দেখাতে পারলে ব্যক্তিগত জীবনে তত সমস্যা হবে হবে না। কোনো সিদ্ধান্ত বিশেষ কোনো ব্যক্তিকে না জানিয়ে নিলে আর্থিক লাভ হবে না। সতর্ক হয়ে কথাবার্তা বলুন।

টোটকা: একটি পাত্রে পানিতে কলাই, ধান, তিল,  ভিজিয়ে রান্নাঘরে রাখুন ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৭
একটু ঘুরিয়ে কাজ করলে কাজ যে সুন্দর হতো তা পরে বুঝতে পারবেন। নিজেই আরও মজবুত পরিবেশ গড়ে তুলতে পেরেছেন তা অনুভব করতে পারবেন। নতুন পরিবেশে সন্তানদের নিয়ে ভালোই কাটবে। অর্থের জোগান না থাকলে কাছেরজনও ভুল বুঝতে পারে। কর্ম জগতে জনপ্রিয় হবেন।

টোটকা: শোবার ঘরে সাদা ও নীল ফুলের তোড়া রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
বিরুদ্ধমনের লোকজনের সঙ্গে চলাফেরা করতে অসুবিধা হবে। ধর্মে আগ্রহী হবেন। খুব ভিড় জায়গা এড়িয়ে চলুন। অফিসে বা বাড়িতে বসে যতটা সম্ভব কাজ পরিচালনা করুন। শারীরিক কারণে অর্থ ব্যয় হবে।

টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৩
নানা তর্কের মধ্যে নিজেকে ঠিক রাখা কঠিন মনে হতে পারে। জীবনে শুধুই সুখ থাকবে তা নয়, অতিরিক্ত ঝুঁকি নেবেন না। ঘরে বাইরে সমস্যা থাকলেও পরিবার ও দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে।

টোটকা: পানিতে তিনটি পানপাতা রেখে রান্না ঘরে রেখে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ২
মুখ বুজে আপনার কর্তব্যগুলি করে যাবেন। আপনার ধৈর্য অনেককেই অবাক করবে। বিদেশ ভ্রমণ হতে পারে। শত্রুপক্ষ ক্রমশ নিস্তেজ হয়ে আসবে। সুযোগের সঠিক ব্যবহার করতে পারবেন।

টোটকা: একটি পাত্রে  যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।