ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

মকর-কর্কটের প্রেমযোগ, ভ্রমণযোগ মেষ-বৃশ্চিকের

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, জুন ২৬, ২০১৪
মকর-কর্কটের প্রেমযোগ, ভ্রমণযোগ মেষ-বৃশ্চিকের

আজ কেমন যাবে
তারিখ: ২৬/৬/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২
প্রাপ্তিযোগ শক্তিশালী হচ্ছে। বেশি চেষ্টা না করলেও অর্থ পেয়ে যাবেন।

সন্তানের পড়াশুনায় অতিরিক্ত খরচ করতে হতে পারে। দাম্পত্য জীবন সুখের। প্রেমযোগে শুভ ভাব বজায় থাকবে। সম্ভাবনা আছে ভ্রমণের।

টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
আপনার নিজস্ব কাজ কেউ অন্যের নকল বলে অভিযোগ করতে পারে। প্রতিযোগীর সংখ্যা বাড়তে পারে। পরিবার নিয়ে সমস্যা থাকলে সেটি বাড়বে। কাজের বিষয়ে অজানা ক্ষেত্র থেকে সমস্যা হাজির হতে পারে।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে সাদা ফুল রাখলে উপকার পাবেন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
কর্মক্ষেত্রে সবার সঙ্গে ইতিবাচক শক্তি নিয়ে চলার চেষ্টা করুন। সন্তানের ব্যাপারে তুচ্ছ কারণে অধীর হয়ে পড়বেন। ব্যবসায় সাময়িক বাধা আসতে পারে। বাধা অতিক্রম করার মতো মানসিক শক্তি আপনার আছে, তাই হতাশ হবেন না।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
আপনার পরিকল্পনা আর বাস্তবের অভাব থেকে যাচ্ছে। আপনি আধ্যাত্মিক উন্নতির দিকে নজর দিন। আর্থিক, পারিবারিক সমস্যা সমাধান করবে আপনার রাশিচক্র। ঘরে-বাইরে শান্তি ফিরে আসবে। প্রেমযোগ আছে।

টোটকা: দারুচিনি, মধু ও ঘি একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১
ব্যবসায়িক সমস্যার সমাধান সূত্র বের হতে পারে। সামাজিক পরিস্থিতি অনেকটাই অনুকূল থাকবে। কোনো কাজ অপ্রাসঙ্গিক মনে হলেও তার থেকে নিস্তার পাবেন না। নতুন কিছুর লোভে এগিয়ে গিয়ে হয়রানি হতে পারে।

টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরের দক্ষিণ কোণে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ২
আজকের দিনে আপনার জীবনে সাফল্য আসার সম্ভাবনা প্রবল। আপনার ব্যতিক্রমী পদক্ষেপ দেখে বহুজন উৎসাহিত হবে। তবে নিকটাত্মীয়কে কোনো কাজের দায়িত্ব দিলেও উপকার হবে না। বরং আপনার কাজের ফলে সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৭
গ্রহের অবস্থানের উন্নতি হচ্ছে। সুযোগ পর পর আসায় তাকে কাজে লাগাতে পারবেন। প্রিয়জনের শারীরিক কারণে খরচ বাড়তে পারে। কোনো ব্যক্তির অশুভ আচরণের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে তর্ক-বিতর্ক হয়ে পারে।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
পারিবারিক কোনো বিষয়ে অধৈর্য হয়ে পড়তে পারেন। পারিবারিক সমস্যা পরিবারের লোকজনকে বুঝিয়ে কোনো লাভ হবে না। বাইরে থেকে দেখে কেউ আপনার সমস্যা বুঝবে না। অর্থনৈতিক দিকে কিছু বাধা রয়েছে। ভ্রমণযোগ দেখা যাচ্ছে।
 
টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।   

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৭
উৎসাহ হারাবেন না। নতুন উদ্যমে কাজ পরিচালনা করার চেষ্টা করুন। শরীরে ক্লান্তি দেখা দিতে পারে। তবে কোনো অসুখের যোগ নেই। অর্থনৈতিক দিকে সমস্যা প্রকট নয়। বিদ্যার্থীরা নতুন সুযোগ পাবেন। কাজের প্রয়োজনে দক্ষিণ দিকে যেতে হতে পারে।
 
টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণ স্ফটিক রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
পড়ে থাকা কাজে সফল হবেন। কর্মস্থলে শত্রুনাশ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নেবেন না। বন্ধু ভেবে কাউকে দায়িত্ব দিলে আর্থিক ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। প্রেমের যোগ আছে।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
একদিকে থাকবে সফলতার খবর অন্যদিকে হাজির হবে নতুন সমস্যা। কোন বিপরীত শক্তি আপনার সঙ্গে তাল মেলাতে পারবে না। শত্রুরা আপনার থেকে দূরে সরে যাবে। প্রেমের ক্ষেত্রে সম্পর্ককে স্থায়ী করার চেষ্টা করুন। আর্থিক বাধা নেই।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ২
আপনার আত্মীয়রা আপনার যোগ্যতার দাম দেবে না। নিজের মনকে স্থির করার চেষ্টা করুন। কর্মস্থলে অল্প কারণে সংশয় বা সংঘাত হতে পারে। অন্যর সাহায্য নেওয়া থেকে দূরে থাকুন।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার উপর সূর্যের আলো পড়ে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।