ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

মীনের ভ্রমণযোগ, ব্যবসায় সাফল্য মিথুনের

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, জুন ২৭, ২০১৪
মীনের ভ্রমণযোগ, ব্যবসায় সাফল্য মিথুনের

আজ কেমন যাবে
তারিখ: ২৭/৬/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
কর্মস্থলে কিছু সমস্যা থাকবে। শত্রুপক্ষ থাকবে সক্রিয়।

কিন্তু আপনার পক্ষে থাকা কোনো মানুষের জন্য শত্রুপক্ষ আপনার ক্ষতি করতে পারবে না। পারিবারিক সমস্যা আসলেও সেটা সামলে নিতে পারবেন। পুরনো বন্ধুর সাহায্য পাবেন।

টোটকা: কিছুটা দই, কিছুটা গম ও একটি আদার টুকরো মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম কোণে সূর্য ডোবার আগ পর্যন্ত রেখে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
কাজের গতি থাকবে, তবে কাজে ভুল হবে। যা করবেন সেটি খোঁজখবর নিয়েই করবেন। সন্তানের জন্য নিশ্চিন্ত থাকবেন। প্রেমের যোগ আছে। ভ্রমণের সুযোগ আসতে পারে।

টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে জলে ফেলে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে পারে। শত্রুরা তেমন সুবিধা করে উঠতে পারবে না। কনিষ্ঠ কেউ আর্থিক সাহায্য চাইতে পারে। ব্যবসায় সাফল্যের যোগ আছে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
একবার করে কাজের ভুল ঠিক করবেন আবার পর মুহূর্তে আরেকটি ভুল চোখের সামনে হাজির হবে। অর্থনৈতিক সমস্যা তীব্র আকার নেবে না। সহোদরস্থানীয় কাউকে দিয়ে গুপ্ত কাজ উদ্ধার করে ফেলবেন। কথাবার্তায় সৌজন্য বজায় রেখে চলুন। ভ্রমণের যোগ আছে।

টোটকা: সদর দরজার সামনে দুটি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস ও কিছুটা ফুল ডাবের জলে ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
কর্মক্ষত্রের বিরক্তি পরিবারের উপর পড়বে। পারিবারিক ব্যাপারে অযথা বিরক্ত হবেন না। কোনো বন্ধু আপনার জন্য কিছু করতে চাইলে তাকে অবহেলা করবেন না। অর্থযোগ মধ্যম।

টোটকা: একটি গোটা সুপারি, তিনটি বেলপাতা ওএকটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯
সমাজসেবায় যুক্ত হবেন। পরিবার নিয়ে চিন্তিত থাকবেন। কোন কাজটি আপনার পক্ষে ভালো কোন কাজটি আপনার পক্ষে মন্দ সেটা বুঝে চলুন। পারিবারিক ও আর্থিক সমস্যার যোগগুলি দুর্বল হচ্ছে। প্রেমের যোগ আছে।

টোটকা: একটি হলুদ কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং সাদা,  শুভ সংখ্যা : ২১
নতুন ঘটনা নতুন দিক খুলে দেবে। আকস্মিক কোনো ঘটনায় বিচলিত হতে পারেন। অপরিমিত ব্যয় আটকানো যাবে না। গুপ্ত শত্রুরা কোনোভাবেই আপনাকে বিরক্ত করতে পারবে না। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। প্রেমযোগ বর্তমান।

টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল ও সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৮
আপানার কাজ সবার পছন্দ হবে। গৃহের পরিবেশ ও কাজের জায়গাকে সামঞ্জস্য করতে ধার্মিক দিকে মন দিন। যে আবদার মেনে নেওয়া সম্ভব নয় সেটিকে এড়িয়ে চলুন।

টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা আছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা :  ৩
সুসময়ের জন্য অপেক্ষা করুন। খারাপ সময় দ্রুত কেটে যাবে। রাশি চক্র শক্তিশালী হচ্ছে। কোন পারিবারিক ব্যক্তির দাবি অন্যায্য মনে হলে সেটি তাকে বুঝিয়ে বলুন। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে।

টোটকা: একটি জাম পাতা সহ জাম ডাল কে কিছুটা সিঁদুর কিছুটা চাল সামান্য মাটি, অল্প জল একটি পাত্রে রেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
কড়া আচরণ করুন। অন্যায় প্রশ্রয় দেবেন না। অর্থনৈতিক সমস্যা হবে। কিন্তু তার সমাধানও হয়ে যাবে। পদস্থ ব্যক্তির সাহায্য নিতে হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে।

টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন। অথবা কোনো সর্পগন্ধা গাছে জল দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
অতিরিক্ত খরচ করে এলোমেলো হয়ে ওঠা পরিবেশ সামলে নিতে পারবেন। সহকর্মীদের উপর বিরক্ত হতে পারেন। বেশিদূর বেড়াতে না যাওয়াই ভালো। কোনো হারিয়ে যাওয়া কাগজ খুঁজে পেতে পারেন। কর্মস্থলে আপনার প্রভাব অক্ষুণ্ণ থাকবে।

টোটকা: আমলকি ও কাঁচা ডুমুর একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১১
যারা আপনার দ্বারা উপকৃত হয়েছেন তারাই আপনার থেকে দূরত্ব বজায় রাখতে চাইবে। এ ধরনের মানুষের কাছে সাহায্য চাইলেও পাবেন না। উলটে তারা আপনার ভুল ধরতে ব্যস্ত থাকবেন। ভ্রমণযোগ আছে।

টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর লাল সিঁদুরের একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।