ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

অর্থনৈতিক উন্নতি মকরের, সমস্যা বৃষের

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, জুন ২৮, ২০১৪
অর্থনৈতিক উন্নতি মকরের, সমস্যা বৃষের

আজ কেমন যাবে
তারিখ: ২৮/৬/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
গুরুতর সমস্যা হওয়ার কোনো কারণ নেই। জোর করে নিয়ম করে চলার চেষ্টা করুন।

পরিবারের সদস্যরা আপনার উদ্যোগের বিষয়ে চিন্তিত হবেন। তাড়াহুড়া করে কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাইলে আইনানুগ সমস্যা হতে পারে।
 
টোটকা: কিছুটা দই, কিছুটা গম ও একটি আদার টুকরো একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম কোণে সূর্য ডোবার আগ পর্যন্ত রেখে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯
কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে অনিয়মের ফলে শরীর কাবু হয়ে যেতে পারে। সহোদরস্থানীয় বন্ধুর কাছ থেকে সাহায্য পাবেন। গুরুত্বপূর্ণ আলোচনার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার প্রস্তুতি নিন। অর্থসমস্যা প্রকট হবে না।

টোটকা: গুড় ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে জলে ফেলে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৮
একটার পর একটা নতুন পরিকল্পনা আপনাকে ব্যস্ত রাখবে। প্রয়োজনে আগের সিদ্ধান্ত বদল করতে হতে পারে। চাকরির ক্ষেত্রে পারদর্শিতায় পদোন্নতি হতে পারে। বিয়ের তড়িঘড়ি সিদ্ধান্ত নিলে ভুল করবেন।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান কিছুটা সরষে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
আপনার স্বপ্নগুলি ক্রমশ বাস্তবের দিকে এগোতে থাকবে। দূরদেশে ভ্রমণের জন্য ব্যয় হবে। তবে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এর ফলে উপার্জন বাড়বে। ছোট ছোট ভুলগুলি বুদ্ধি দিয়ে সামলে নেবেন। লাভজনক চুক্তির ফলে মনে আনন্দ থাকবে।
 
টোটকা: সদর দরজার সামনে দু’টি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস এবং কিছুটা ফুল ডাবের জলে ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
নিজের না জানা কোনো বিষয় অন্যের সাহায্যে চালিয়ে নিতে পারবেন। দক্ষ প্রশাসক হওয়ায় কাগজপত্রের খুঁটিনাটি বিষয় আপনার চোখ এড়িয়ে যাবে না। প্রিয়জনদের নিয়ে ভালোই থাকবেন। কুটুম্বস্থানীয়রা আপনার তত্ত্বাবধানে সুখে ভ্রমণ করবেন।

টোটকা: একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৯
বেফাঁস তথ্য বলে আপনি গোলমাল করে ফেলবেন। অগ্রজ কেউ আপনাকে পরামর্শ দিলে সেটিকে গ্রহণ করুন। পূর্বদিকে গিয়ে অবসর বিনোদন ভালো কিন্তু উপার্জনের ব্যাপারে বেশি সক্রিয় হওয়া দরকার। তবে মনে রাখবেন সবসময় সাফল্য আসে না।

টোটকা: একটি হলুদ কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং সাদা,  শুভ সংখ্যা : ২১
যে কোনো রকম সৃষ্টিধর্মী কাজে এগিয়ে যেতে পারবেন। বুদ্ধি আপনাকে সাহায্য করবে। বাড়ি ও কর্মক্ষেত্র দু’দিকেই আপনি সজাগ দৃষ্টি রাখতে পারবেন। সহকর্মীদের সাহায্যে জরুরি কাজ সময়ের আগেই শেষ করতে পারবেন। মনে শান্তি থাকবে।
 
টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল ও সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৮
কর্মক্ষেত্রে প্রশংসা লাভের ফলে কাজে আগ্রহ বাড়বে। সাংসারিক দিকে শান্তি অব্যাহত থাকবে। পারিবারিক জীবনে পুরনো কোনো সমস্যার স্থায়ী সমাধান হয়ে জেতে পারে। ব্যবসায় লোক চিনতে ভুল করলে ক্ষতির সম্ভাবনা আছে।

টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা আছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ৩
আইন বা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিপক্ষতার উপর তাদের উন্নতি নির্ভর করছে। প্রয়োজনে তোষামোদ করতে পারলে ন্যায্য দাবি আদায় হবে। অত্যাবশ্যক ব্যয় সামাল দিতে গিয়ে সঞ্চয় সম্ভব হবে না। শরীর নিয়ে কিছু সমস্যা রয়েছে।

টোটকা: একটি জামপাতাসহ জাম ডাল কিছুটা সিঁদুর, কিছুটা চাল সামান্য মাটি, অল্প জল একটি পাত্রে রেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
অর্থনৈতিক দিক ক্রমশ উন্নতি হতে থাকবে। কর্মস্থলে সম্মানজনক পরিবেশ আপনার মনে শান্তি আনবে। পারিবারিক জীবনে পুরনো কোনো সমস্যার স্থায়ী সমাধান হবে। নতুন চুক্তি করতে হলে আজকের দিনটি না বেছে নেওয়াই ভালো।
 
টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
প্রয়োজনীয় খরচ সামলে নেবেন। কিন্তু শরীরকে বিশ্রাম দেওয়ার সুযোগ পাবেন না। যারা আপনার বিরোধিতা করে তারা আজ আপনাকে বিরক্ত করার সাহস পাবে না। গুরুত্বপূর্ণ আলোচনায় বিশেষ শান্তি পাবেন।

টোটকা: আমলকি ও কাঁচা ডুমুর একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১১
প্রয়োজনে পরিবেশ থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হবেন। সাংসারিক বাকবিতণ্ডা বাড়তে দেবেন না। আপানর যোগ্যতার মূল্যায়ন যা হবার তা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। নতুন করে আজ কিছু পাওয়ার নেই। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে।

টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর লাল সিঁদুরের একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।