ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

বিশ্বকাপমাতানো স্টেডিয়াম-১২

কুরিটিবার অ্যারিনা ডি বাইকজাডা

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, জুলাই ১১, ২০১৪
কুরিটিবার অ্যারিনা ডি বাইকজাডা সংগৃহীত

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপ মাতাচ্ছে ছোট বড় মোট ১২টি স্টেডিয়াম। এর একেকটির সৌন্দর্য, দর্শক ধারণক্ষমতা, সুযোগ-সুবিধা একেকরকম।

ইচ্ছেঘুড়ির পাঠকদের জন্য ১২টি স্টেডিয়াম পরিচিতির সবশেষটি দেওয়া হলো আজ।


সাও পাওলোর দক্ষিণে অবস্থিত ব্রাজিলের তুলনামূলক শীতল শহর এটি। তবে এ বছর তুষারপাতের মতো ঘটনাও ঘটেছে এখানে। স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা ৪১ হাজার ৪৫৬ জন।


স্টেডিয়ামটি প্রথম তৈরি হয় আজ থেকে প্রায় একশো বছর আগে ১৯১৪ সালে। সমুদ্র সমতল থেকে প্রায় তিন হাজার ফুট উঁচুতে এর অবস্থান। গড় তাপমাত্রার অবস্থান ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং যে কোনো সময় মনকে ভালো করে দিতে পারে আকাশ থেকে নেমে আসা মৃদু বৃষ্টিপাত।


স্থানীয় সময় গ্রিনিচ মিন টাইম থেকে তিন ঘণ্টা পিছিয়ে। রিও থেকে আনুমানিক দূরত্ব প্রায় ৫২৩ মাইল। টুর্নামেন্টে অতিরিক্ত দর্শক ধারণ করার জন্য বাড়তি দুই সারি আসনের ব্যবস্থা করতে হয়েছে অবশ্য।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।