আজকাল কি আপনার সঙ্গে কারো কারো মাঝে মধ্যেই ঝগড়া হচ্ছে? অথবা আপনি নিজের অজান্তেই এমন কিছু করে ফেলছেন যার ফলে আপনার সঙ্গে বনিবনা হচ্ছে না কাছের কোনো মানুষের। যদি তাই হয় তবে মনে রাখবেন ঝগড়ার কারণে ভেঙে যায় পুরনো বন্ধুত্বের সম্পর্ক।
কিন্তু কেন? ঠিক কি কারণে প্রেমের সম্পর্কেও মাঝে মধ্যে হাজির হয় ঝগড়ার পরিবেশ। এর মূল কারণ বিবাদে রাশির প্রভাব। বিভিন্ন রাশির মানুষ বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদাভাবে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করে। যদি আপনার জানা থাকে কোন রাশি কোন কোন কারণে বেশি রেগে যায় তাহলে আপনি যে কোনো ধরনের সম্পর্কে ঝগড়া-বিবাদ এড়াতে পারবেন।
লক্ষ্য করলে দেখা যায় ঝগড়ার সময় দু’পক্ষ নিজের রাশি অনুযায়ী ব্যবহার করে। যদি আমরা একে অপরের রাশির রেগে যাওয়ার কারণগুলি বুঝতে পারি, তাহলে ঝগড়া মেটানো এবং নিজেদের মধ্যে সমন্বয় বজায় রাখাটা সহজ হয়ে যাবে। তাই না?
আসুন দেখি কোন রাশির জাতকদের সঙ্গে কেমন ব্যবহার করলে তা সমস্ত বিবাদ মিটিয়ে দেবে।
মেষ রাশি
এই রাশির জাতকেরা স্বাধীনচেতা প্রকৃতির। স্বাধীনতায় হস্তক্ষেপ তারা একদম পছন্দ করেন না। কোন কাজ কিভাবে করতে হবে সে ব্যাপারে কেউ তাদের নির্দেশ দিক তা তাদের পছন্দ নয়। তাদের স্বাধীনতাকে সম্মান না জানালেই তারা ঝগড়া করে। স্বাধীনতাকে সম্মান জানালে কোনো সমস্যা থাকে না।
বৃষ রাশি
নিরাপত্তা ও সুবিধা এই রাশির জাতকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্র তারা যা খরচ করেন তাতে রাশ টানার চেষ্টা করলে এদের বিরাগভাজন হতে হবে। তাই এ বিষয়গুলি একান্ত দরকার না পড়লে এড়িয়ে চলাই ভালো।
মিথুন রাশি
এই রাশির জাতকদের ব্যক্তিত্বের দুটি দিক। তারা মোদ্দা কথায় আসতে অনেক সময় নেন। তবে তাদের কথার মাঝখানে আটকাবেন না, বলতে দিন। তাদের কথা মধ্যে আটকালেই সমস্যা শুরু হয়। তবে কিছুক্ষণের মধ্যেই তারা আসল কথায় চলে আসেন।
কর্কট রাশি
এই রাশির জাতকেরা ভালোবাসার জন্য ক্ষুধাতুর। এরা চান প্রিয়জনরা তাদের দিকে বিশেষ নজর দিক। এর অন্যথা হলে, তারা রেগে যান, অভিযোগ করতে থাকেন। কর্কট রাশির জাতকদের দেখাশোনা ভালোভাবে করলে পরিবর্তে ভালোবাসাই পাবেন।
সিংহ রাশি
এই রাশির জাতকেরা অন্য সমস্ত রাশির জাতকদের তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেতে চান। আপনি যদি তাদের একটু কম গুরুত্ব দেন তাহলে তারা রেগে যাবেন। এরা খুব অভিমানী। আঘাত পেলে কোনো সম্বন্ধ থেকে বেরিয়ে আসতে একটুও সময় নেন না।
কন্যা রাশি
ছোট ছোট জিনিসেই এই রাশির জাতকেরা খুশি থাকেন। এরা প্রশংসা পছন্দ করেন। প্রশংসিত হলে আরও পরিশ্রম করেন। তবে এ রাশির লোকেরা সমালোচনা পছন্দ করেন না। তেমন হলে এরা জেদি হয়ে যান।
তুলা রাশি
তুলা রাশির জাতকেরা ঝগড়া পছন্দ করেন না। তারা এমন সম্বন্ধ পছন্দ করেন যেখানে দু’পক্ষের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে। তুচ্ছ বিষয়েও এদের ভাবনাচিন্তার অন্ত নেই। এদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা উচিত। তাহলে এরা আপনার সঙ্গে সহজে মিশে যেতে পারবেন।
বৃশ্চিক রাশি
কেউ কোনো কাজের ব্যাপারে নির্দেশ দিক সেটা এই রাশির জাতকদের অপছন্দ। এরা আপনার বিশ্বাস চান। তাই যদি এদের মনে হয় আপনি অবিশ্বাস করছেন তখনি এরা উত্তেজিত হয়ে পড়ে।
ধনু রাশি
এরা স্বাধীনচেতা, কোনো বাঁধনই এই রাশির জাতকরা পছন্দ করেন না। তবে এর অর্থ এই নয় যে আপনাকে তার অপছন্দ। কাছের ব্যক্তির কাছ থেকে এদের অনেক প্রত্যাশা থাকে। লক্ষ্য করলে দেখা যায় তর্কের সময় হঠাৎই খেই হারিয়ে ফেলা এদের স্বভাব।
মকর রাশি
এই রাশির জাতকরা সোজাসাপটা জীবন অতিবাহিত করা পছন্দ করেন না। এরা পছন্দ করেন রোমাঞ্চ। নিজের আশা পূরণের জন্য অসাধ্য সাধন করা থেকেও পিছপা হন না। তাদের কাজের ধরন নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকবেন, না-হলে এদের কোপে পড়তে পারেন।
কুম্ভ রাশি
স্বপ্নের জগতেই এই রাশির মানুষরা বাস করতে পছন্দ করেন। ঝগড়া পছন্দ করেন না। আবার এঁদের সামনে রূঢ় বাস্তব রাখলেই এরা রেগে যান। এরা কোনো মতেই স্বপ্নলোক থেকে বাইরে আসতে চান না।
মীন রাশি
এই রাশির জাতকেরা অতিরিক্ত পরিশ্রম করতে চান না। এরা চান জীবন তাদের চারধারে চলুক যাতে তারা নিজের ইচ্ছানুযায়ী জীবন অতিবাহিত করতে পারেন। এ জায়গায় কেউ বাধা দিলে তারা মাথা গরম করে ফেলেন এবং রেগে যান।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪