ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

পরাজয় মানবেন না বৃষ, আর্থিক বাধা কাটবে সিংহের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, জুলাই ৯, ২০১৪
পরাজয় মানবেন না বৃষ, আর্থিক বাধা কাটবে সিংহের

প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ মেলাতে চান আপনার কুষ্ঠি!

জ্যোতিষ শাস্ত্র বিশ্বের আদি বিজ্ঞানের অন্যতম। তিথি, নক্ষত্র, অবস্থান প্রভৃতি বিবেচনায় নদীর জোয়ার ভাটার মতো চলে আমাদের শরীরযন্ত্রও।

মানুষের উপর জ্যোতির্বিজ্ঞানের প্রভাব সমসময় প্রমাণিত। জন্ম, মৃত্যু, প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তি, চাকরি, ব্যবসা, পরীক্ষায় ভালো ফলাফল সবকিছুতে প্রভাব আছে এ শাস্ত্রের।

মিশর, গ্রিসের মতো ভারতীয় জ্যোতিষ শাস্ত্রেরও রয়েছে বিশেষ খ্যাতি। আর ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।

বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।

বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাবে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।

যারা রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com

ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।

মনে রাখবেন বাংলানিউজ এই যোগাযোগের মাধ্যম মাত্র। পাঠককে সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।

আজ কেমন যাবে
তারিখ- ০৯/০৭/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
রাশিচক্রের প্রভাবে সফলতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। অপরের উপকার করার ফলে নিজে উপকৃত হবেন। শত্রুপক্ষ আপনার থেকে দূরে থাকবে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন।

টোটকা: গোসল করার পর কর্পূর জ্বালিয়ে গোটা বাড়িতে একবার আরতি করুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
একবার অসফল হলেও পরাজয় মানবেন না। ভুল বোঝাবুঝি জন্য অর্থনাশের যোগ আছে। সন্ধ্যের পর কোনো খবরে আপনি কিছুটা বিচলিত হতে পারেন। পরিবারের সমস্যায় চিন্তিত হবেন। দূরে থাকা সন্তানের খবর আসতে পারে।

টোটকা: পানিতে পাঁচটি পান পাতা রেখে বসার ঘরে উত্তর কোণে রেখে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
ঋণ দেওয়ার বিষয়ে সতর্ক থাকুন। সন্ধ্যার আগে হিসাব ও লেনদেন সেরে ফেলুন। পাওনা আদায় করতে হলে কারো সাহায্য নিতে হবে। অর্থদণ্ড দিতে হতে পারে। কর্মস্থলে নতুন পদক্ষেপ নিতে হবে।

টোটকা: কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন, আতর বা সুগন্ধি বাড়ির দরজার পাশে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
বাকি থাকা অর্থ পেতে সমস্যার যোগ আছে। প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। সামাজিক দিক থেকে সুনাম বাড়তে পারে।   সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ততার মধ্যে দিন কাটাবেন। শারীরিক দুর্বলতার শিকার হতে পারেন।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
নতুন বাসার সন্ধান পেতে পারেন। বাসা বদলের আগে সব দিক বিবেচনা করুন। কর্মক্ষেত্রে কাজের জন্য সুনাম অথবা পুরস্কার পেতে পারেন। আর্থিক বাধা কেটে যাবে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।

টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর তেল ও সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯
কাজে সফল হওয়ার জন্য লড়াই করতে হবে। সাহায্য পাবেন একাধিক মানুষের। সন্তানের শরীরের জন্য জমানো অর্থ থেকে ব্যয় করার প্রয়োজন হতে পারে। পদস্থ ব্যক্তির সাহায্যে আর্থিক উন্নতির যোগ আছে। বিরোধিতা করার ক্ষেত্রে কিছুটা সাবধানী হওয়া প্রয়োজন।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং সাদা,  শুভ সংখ্যা : ২১
বিনিয়োগ করার আগে পরামর্শ করুন। অতিরিক্ত লাভের প্রলোভনে বিনিয়োগ করবেন না। জমি-বাড়ি কেনার আগে সেগুলির বৈধতা যাচাই করুন। আইনি সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রে মতবিরোধজনিত সমস্যা দেখা দিতে পারে।  

টোটকা: হরিতকি ও কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৮
কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। কঠিন পরিস্থিতি সহকর্মীদের সাহায্যে পেরিয়ে যাবেন।   হঠাৎ করে অর্থলাভের যোগ আছে। মানসিক চিন্তা থেকে মুক্ত হবেন। সন্ধ্যের পর অর্থ, পরিবার, প্রেম সব দিকেই সমাধানের ইঙ্গিত দেখা যাচ্ছে।

টোটকা: অষ্টধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ৩
রাশিচক্রের শুভ প্রভাবে অগ্রগতির সম্ভাবনা আছে। দিনের শুরুতে উন্নতির কোনো সংবাদ পেতে পারেন। পরিবারের সঙ্গে আলোচনা করে এগোনোর ফলে সুফল পাবেন। কর্মক্ষেত্রে আশানুরূপ সম্মান লাভ হবে। কর্মক্ষেত্র সম্পর্কিত আলোচনা সফল হবে।

টোটকা: আজকের দিনে শুধু নিরামিষ খাবার খান।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
অন্যের সফলতা বা অসফলতা নিয়ে মাথা ঘামাবেন না। এরফলে আপনি পিছিয়ে পড়তে পারেন। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির যোগ আছে। পরিবারের প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। পাওনা লাভের যোগ দেখা যাচ্ছে। যোগ আছে ভ্রমণের।

টোটকা: কলা পাতায় কিছুটা ভেজান চালকে পাঁচটি ভাগে ভাগ করে, পাঁচটি সুপারি, পাঁচটি পান, পাঁচটি গুড়ের টুকরো সহকারে জলাশয়ের ধারে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে সমস্ত দিকে ভেবে নিন। বার বার সিদ্ধান্ত বদল করবেন না। নানা রকম বাধায় জেরবার হওয়ার সম্ভাবনা আছে। নিকটাত্মীয়ের তৈরি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। মানসিক চাপ বাড়বে।

টোটকা: আজকের দিনে সারাক্ষণ বেগুনি কোনো কাপড়ের টুকরো সঙ্গে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১১
শেষ পর্যন্ত চেষ্টা করে গেলে আপনি সফল হবে। হাল ছেড়ে দিলে ফলাফল শুভ হবে না। পরিবারের কেউ আপনার কার্যসিদ্ধিকে ঈর্ষার চোখে দেখতে পারে। উত্তেজনামূলক পরিস্থিতি এড়িয়ে চলুন। সূক্ষ্ম বুদ্ধির ব্যবহারে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন।

টোটকা: নিম গাছের ছাল জলে ভিজিয়ে সেই জলে গোসল করুন।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।