প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ মেলাতে চান আপনার কুষ্ঠি!
জ্যোতিষ শাস্ত্র বিশ্বের আদি বিজ্ঞানের অন্যতম। তিথি, নক্ষত্র, অবস্থান প্রভৃতি বিবেচনায় নদীর জোয়ার ভাটার মতো চলে আমাদের শরীরযন্ত্রও।
মিশর, গ্রিসের মতো ভারতীয় জ্যোতিষ শাস্ত্রেরও রয়েছে বিশেষ খ্যাতি। আর ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।
বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।
বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাবে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।
যারা রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com
ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।
মনে রাখবেন বাংলানিউজ এই যোগাযোগের মাধ্যম মাত্র। পাঠককে সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।
আজ কেমন যাবে
তারিখ- ১০/০৭/২০১৪

স্বজনদের শত্রুতায় বৈষয়িক ক্ষতির আশঙ্কা আছে। সন্তানের মতিগতি ও আচরণে সংসারে অশান্তি বাড়বে। একাধিক উপায়ে অর্থাগম হওয়ার সম্ভাবনা। কর্মস্থলে কর্তৃপক্ষের হস্তক্ষেপে ভাগ্যোন্নতির সম্ভাবনা আছে। পারিবারিক সম্মান রক্ষা ও শান্তি বজায় রাখার জন্য জ্ঞাতিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হতে পারে।
টোটকা: কাজের জায়গায় একটি গোলাকৃতির স্ফটিক রাখুন।

ভ্রমণে অহেতুক হয়রানি হতে পারে। বিদ্যার্থী ও গবেষকদের পক্ষে দিনটি শুভ। প্রিয়জনের বিয়ের জন্য প্রাথমিক কথাবার্তা সম্পন্ন হবে। মা ও বাবার সঙ্গে সম্পর্কের অবনতিতে মানসিক কষ্ট দেখা দিতে পারে। পরিবারের সমস্যায় বন্ধুর সক্রিয় সহায়তা পাওয়ার সম্ভাবনা।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

কর্মক্ষেত্রে উন্নতি সূত্রে উপার্জন ও সম্মান বৃদ্ধি এবং সামাজিক প্রতিষ্ঠার যোগ আছে। অপব্যয় ও অপচয় নিয়ন্ত্রণ করায় ঋণ শোধের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় পারিবারিক সমস্যার সমাধান হবে। লেখাপড়ায় সন্তানের অন্যমনস্কতায় ও বিপথগামিতায় উদ্বেগ দেখা দিতে পারে। প্রিয়জনের স্বাস্থ্যহানিতে কাজকর্মে বাধা পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

আন্তরিক ব্যবহারে স্বজনদের অভিমান কাটাতে পারবেন। অযৌক্তিক উচ্চাকাঙ্ক্ষা থেকে হতাশা বাড়তে পারে। পৈতৃক ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগ বৃদ্ধি ও সাফল্য পাওয়ার সম্ভাবনা। প্রিয় বন্ধুর আচরণে মানসিক কষ্ট ও সম্পর্কহানি হতে পারে। কল্যাণকর কাজে শ্রম ও অর্থদানে প্রতিপত্তি বাড়বে।
টোটকা: বাড়িতে একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

বিচক্ষণ ব্যক্তির পরামর্শ ও সহযোগিতায় কর্মস্থল বা পরিবারে সঙ্কট মুক্তির যোগ আছে। গোলযোগ ও তিক্ততার মধ্যদিয়েই কর্মে উন্নতির পথে এগোতে হবে। পথ-দুর্ঘটনায় অস্থিভঙ্গ বা রক্তপাতের আশঙ্কা আছে। একাধিক পথে উপার্জন ও সঞ্চয়ের নতুন পরিকল্পনার যোগ দেখা যাচ্ছে। সঙ্গীত, নাটক, চারুকলার চর্চায় অগ্রগতির যোগ।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন।

আচরণে সংযমের অভাবে বিপত্তি ঘটতে পারে। চুরি বা পকেটমারিতে অর্থ ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। শত্রুর মোকাবিলায় বন্ধুর সহযোগিতা পাবেন। দাতব্য প্রতিষ্ঠানের উন্নতির জন্য চেষ্টা সফল হবে। ব্যবসায় মন্দা কাটাতে ব্যাঙ্ক ঋণ নিয়ে বাড়তি বিনিয়োগ করতে হতে পারে।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

কর্মস্থলে প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধিতে শরীর ও মনের উপর চাপ বাড়তে পারে। গুরুজনের স্বাস্থ্যের অবনতি নিয়ে দুশ্চিন্তা বাড়বে। বাড়ি বা জমি ক্রয়ে শুভযোগ। হস্তশিল্পে নৈপূণ্য ও খ্যাতি বৃদ্ধির যোগ। শত্রুর ক্ষমতা হ্রাসে কিছুটা হলেও স্বস্তি পাবেন। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব্যবসায় উন্নতি ও সাংসারিক শ্রীবৃদ্ধি হবে।
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।

আংশিক ঋণ পরিশোধে স্বস্তি পাবেন। সন্তানের উচ্চশিক্ষার জন্য আর্থিক পরিকল্পনা করতে হবে। সৃষ্টিশীল কাজে কৃতিত্বের বিশেষ স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে।
টোটকা: দারুচিনি ও মধু সকালে গ্রহণ করুন।

অংশীদারি ব্যবসায় সন্তোষজনক সাফল্য। সহকর্মীদের কূট চালে কর্মস্থলে অশান্তি দেখা দিতে পারে। বাহন কেনার পরিকল্পনা আজকের দিনে স্থগিত রাখাই ভালো। সন্তানের বিদ্যাস্থানে বাধা কেটে যাওয়ার সম্ভাবনা আছে।
টোটকা: একটি পাত্রে জলে যব ও চাল ভিজিয়ে রাখুন।

দিনের মধ্যভাগে নানা কারণে বাড়তি ব্যয়ের জন্য ঋণশোধের পরিকল্পনা ব্যাহত হতে পারে। দিনের শেষভাগে প্রিয়জনের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। আপনার নিজগুণেই আত্মীয়বন্ধুদের সঙ্গে সম্পকৃ অরও ভালো হবে। কোনো উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে পারে। গুরুজনের চিকিৎসা বিভ্রাটে ব্যয় ও হয়রানির সম্ভাবনা দেখা যাচ্ছে।
টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণেরেখে দিন।

গুণী ও বিচক্ষণ ব্যক্তির পরামর্শে কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত ভাগ্যোদয় ত্বরান্বিত করতে পারে। জীবাণু সংক্রমণে বা ঠান্ডা লেগে ভোগান্তি হতে পারে। অযৌক্তিক বাদানুবাদে কর্মস্থলে বা পরিজন-পরিমণ্ডলে মনোমালিন্য দেখা দেবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে মতান্তর এবং ভাইবোনের সঙ্গে সম্পত্তি বিবাদে আত্মগ্লানি জন্ম নিতে পারে।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

প্রবাসী প্রিয়জনের কাছ থেকে মূল্যবান দ্রব্য প্রাপ্তির যোগ আছে। উচ্চশিক্ষা বা গবেষণার জন্য বিদেশযাত্রার সুযোগ মিলতে পারে। দিনের অন্তভাগে বন্ধুদের প্রতিকূল আচরণে ক্ষোভ জন্ম নেবে। সঞ্চয় বৃদ্ধির নতুন পরিকল্পনায় আংশিক সাফল্য পাবেন। মামলা-মকদ্দমায় সময় ও অর্থের অপচয়।
টোটকা: ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪