ঢাকা: সভ্যতার শুরু থেকেই পৃথিবীর নানা প্রান্তে মানুষ তৈরি করেছে নানা ভাস্কর্য ও স্থাপনা। বর্তমান সময় পর্যন্ত তৈরিকৃত অসংখ্য সৌধ, মূর্তি ও ভাস্কর্যের মধ্যে সৌন্দর্য ও সৃষ্টিশীলতার দিকে দিয়ে কিছু হয়ে উঠেছে অনন্য।
গত দুই সপ্তাহ boredpanda.com ধরে নামক শিল্প ও নকশা বিষয়ক একটি ম্যাগাজিন বিশ্বের ১৬০টি ভাস্কর্যের ছবি থেকে ভোটের মাধ্যমে সেরা ২৫টি সৃষ্টিশীল ভাস্কর্য বাছাই করে। এগুলোর মধ্যে অন্যতম
কয়েকটি ভাস্কর্য:

এক. যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লাস কলিনাসে দলবদ্ধ দূরন্ত মাসট্যাঙ

দুই. যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ধ্যানমগ্ন রমণী

তিন. পোল্যান্ডের এক শহরে ফুটপাত ফুঁড়ে বের হওয়া পথচারী দল।

চার. যুক্তরাষ্ট্রের ওরিয়ন সিটির পোর্টল্যান্ডে এক ভবনের এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হওয়া বৃহদাকৃতির স্যামন মাছ।

পাঁচ: হাঙ্গেরির বুদাপেস্ট শহর ঘেঁষা দানুবে নদীর তীরে পরিত্যক্ত জুতার আস্তানা

ছয়, সিঙ্গাপুর শহরের এক নদী তীরে দুরন্ত শিশুদের অদম্য দুরন্তপনা

সাত. ফ্রান্সের মার্সেলিয়াসে সদ্য ভ্রমণফেরত পরিব্রাজক

আট. যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে চারণরত একপাল গরু

নয়. রোমানিয়ার এক সড়কের নৈসর্গ্যিকতা

দশ. তুরস্কে বিশ্বযুদ্ধের সময়কার একটি দৃশ্য
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪