ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

কর্মস্থলে শুভযোগ বৃশ্চিকের, শত্রুবিজয় যোগ মিথুনের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, জুলাই ১২, ২০১৪
কর্মস্থলে শুভযোগ বৃশ্চিকের,  শত্রুবিজয় যোগ মিথুনের

প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ মেলাতে চান আপনার কুষ্ঠি!

জ্যোতিষ শাস্ত্র বিশ্বের আদি বিজ্ঞানের অন্যতম। তিথি, নক্ষত্র, অবস্থান প্রভৃতি বিবেচনায় নদীর জোয়ার ভাটার মতো চলে আমাদের শরীরযন্ত্রও।

মানুষের উপর জ্যোতির্বিজ্ঞানের প্রভাব সমসময় প্রমাণিত। জন্ম, মৃত্যু, প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তি, চাকরি, ব্যবসা, পরীক্ষায় ভালো ফলাফল সবকিছুতে প্রভাব আছে এ শাস্ত্রের।

মিশর, গ্রিসের মতো ভারতীয় জ্যোতিষ শাস্ত্রেরও রয়েছে বিশেষ খ্যাতি। আর ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।

বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।

বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাবে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।

যারা রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com

ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।

মনে রাখবেন বাংলানিউজ এই যোগাযোগের মাধ্যম মাত্র। পাঠককে সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।


আজ কেমন যাবে
তারিখ- ১২/০৭/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং :সাদা, শুভ সংখ্যা : ২১
নিজের যোগ্যতার উপর ভরসা রাখুন। অন্য কারো পরামর্শে চলতে যাবেন না। মৌসুমি ব্যবসায় লাভ হতে পারে। রাশিচক্র স্বপক্ষে থাকায় বিশেষ কাজ সম্পন্ন হবে। তবে যৌথ ব্যবসায় ক্ষতির সম্ভাবনা আছে।

টোটকা: একটি সুপারি একটি তেঁতুল ও মরিচ বাড়ির উত্তর দিকে কিছুটা মাটি খুঁড়ে পুতে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
পারিবারিক জীবনে আবেগ নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। গুপ্ত শত্রুতা বজায় থাকায় ন্যায্য পাওনা নাও পেতে পারেন। কোনো পদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন। আজকের দিনে সঞ্চয় করতে পারবেন।

টোটকা: একটি পাত্রে পানিতে যব ও কালো জিরা ভিজিয়ে বিছানার নীচে সারা রাত রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
শত্রু বিজয় যোগ আছে। তবে বেলার দিকে ব্যবসা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ধৈর্য বজায় রাখলে ব্যবসায় কোনো ক্ষতি হবে না। দিনের শেষ অংশটি আর্থিক লাভের যোগ সম্পন্ন।
 
টোটকা: একটি পাকা তেঁতুলে কাচা হলুদ, দই এবং সিঁদুরের টিপ দিয়ে বাড়ির পূর্ব দিকে মাটিতে পুতে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
কোনো বন্ধুর পরামর্শ ব্যবসায় কার্যকরী পরিবর্তন এনে দিতে পারে। পরিচিত মহলে আপনার ব্যবসায়িক সততা প্রাধান্য পাবে। সন্তানের বিষয়ে শুভ খবর আসতে পারে। ভ্রমণের যোগ আছে।

টোটকা: কিছুটা দই, কিছুটা গম এবং একটি আদার টুকরো একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম দিকে সূর্য ডোবার আগ পর্যন্ত রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা :  ১১
আমদানি–রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্তরা সাফল্য পাবেন। অভিজ্ঞ কারো মতামত নিয়ে এগোলে ব্যবসায় উন্নতির হার দ্রুত হবে। পারিবারিক সমস্যায় অর্থব্যয় হবে। সন্ধ্যের পর শত্রুপক্ষ মাথা চাড়া দিয়ে উঠবে। তবে কোনো ক্ষতির সম্ভাবনা প্রায় নেই।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা চিনি, একটি পান কিছুটা সরষে এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ২
কাজ শুরু করার আগে তার সঠিক পরিকল্পনা করুন। অতিরিক্ত সময় লাগলেও কাজে তেমন বাধা নেই। দিনের শেষে প্রত্যাশিত ফল লাভের  সম্ভাবনা আছে। আশানুরূপ যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা : ৭
গ্রহের শুভ প্রভাব কিছুটা দুর্বল থাকায় কাজে বাধা আসবে। পরিবারে বাকবিতণ্ডার সম্ভাবনা আছে। আয়–ব্যয়ের সমতা রক্ষা করা কঠিন। সন্ধ্যায় জটিলতা থেকে মুক্তি মিলতে পারে। বেশি আশা করলে আশাহত হওয়ার সম্ভাবনাই বেশি।

টোটকা: একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকে রেখে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা: ৫
কর্মস্থলে শুভযোগ দেখা যাচ্ছে। পরিবারের সঙ্গে সম্পর্ক শুভ ও সুখের হবে। তবে বেলার দিকে গ্রহের অবস্থান বদলের ফলে পরিবর্তনের যোগ আছে। দিনটি ব্যবসায়ীদের পক্ষে কিছুটা কঠিন থাকবে। সন্ধ্যার পর সমস্যা বাড়তে পারে। সন্তানের পড়াশুনা নিয়ে নতুন কিছু সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: সদর দরজার সামনে দু’টি মাটির মঙ্গল ঘটে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস ও কিছুটা সাদা ফুল ডাবের জলে ভিজিয়ে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর –২১ ডিসেম্বর) শুভ রং : সাদা  শুভ সংখ্যা : ৭
অর্থ দেওয়া-নেওয়ার সময় অবশ্যই প্রমাণ রাখবেন। আর্থিক হিস‍াব ও লেনদেন নিয়ে সতর্ক থাকুন। রাতের দিকে যেকোনো লেনদেন এড়িয়ে যাওয়াই শ্রেয়। আজকের দিনটিতে ধীরে চলাফেরা করবেন।

টোটকা: সাদা পোশাক ব্যবহার করুন। একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর –২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
আপনার মতামত শেষ পর্যন্ত গৃহীত হবে। কেউ গোপনে আপনার শত্রুতা করলে আজ তার উচিৎ জবাব দিতে পারবেন। অপ্রত্যাশিতভাবে সফলতা আসতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি –১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
বাড়িতে খুশির খবর আসবে। খরচের মাত্রা বাড়তে পারে। অংশীদারি কাজে বুঝে কথা বলুন। আত্মীয়দের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে কৌশলের অবলম্বন করবেন। সন্ধ্যের পর বাইরের প্রভাব থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে চেষ্টা করুন।

টোটকা: একটি হলুদ কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
দাম্পত্য জীবনে থাকবে খুশি। গোটা দিন ভালো-মন্দ মিশিয়েই কাটবে। সন্তানের সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে কিছুটা বেগ পেতে হবে। পারিবারিক কারণে খুশি থাকবেন।
 
টোটকা: তৃণভোজী প্রাণীদের খাদ্য দান করুন। পাখিদের শস্য দান আপনার জন্য অতি শুভ।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।