ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

নীরবে কাজ করুন তুলা, বৃশ্চিকের অর্থলাভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, জুলাই ১৩, ২০১৪
নীরবে কাজ করুন তুলা, বৃশ্চিকের অর্থলাভ

প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ মেলাতে চান আপনার কুষ্ঠি!

জ্যোতিষ শাস্ত্র বিশ্বের আদি বিজ্ঞানের অন্যতম। তিথি, নক্ষত্র, অবস্থান প্রভৃতি বিবেচনায় নদীর জোয়ার ভাটার মতো চলে আমাদের শরীরযন্ত্রও।

মানুষের উপর জ্যোতির্বিজ্ঞানের প্রভাব সমসময় প্রমাণিত। জন্ম, মৃত্যু, প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তি, চাকরি, ব্যবসা, পরীক্ষায় ভালো ফলাফল সবকিছুতে প্রভাব আছে এ শাস্ত্রের।

মিশর, গ্রিসের মতো ভারতীয় জ্যোতিষ শাস্ত্রেরও রয়েছে বিশেষ খ্যাতি। আর ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।

বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।

বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাবে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।

যারা রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com

ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।

মনে রাখবেন বাংলানিউজ এই যোগাযোগের মাধ্যম মাত্র। পাঠককে সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।

আজ কেমন যাবে
তারিখ- ১৩/০৭/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
ধর্ম বিষয়ে উন্নতির সম্ভাবনা। ধর্ম বিষয়ে উন্নতির সঙ্গে সঙ্গে মানসিক চাপও কমতে থাকবে। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। লক্ষ্যচ্যুত না হলে সমাজে সম্মান বাড়তে থাকবে। সন্ধ্যের পর পরিস্থিতি শুভ।

টোটকা: সম্ভব হলে একটি তামার বালা হাতে পরুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
আপনার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে প্রাণ খুলে আপনার বক্তব্য জানান। অন্য কারো কথা শুনে ভবিষ্যত বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। দুপুরের পর মানসিক চিন্তা কেটে যেতে পারে। আত্মীয়দের আচরণে ক্ষুব্ধ না হয়ে তাদের বুঝিয়ে বলুন। ব্যবসায়ীদের জন্য শুভ খবর আসতে পারে।

টোটকা: গোসল করার পর একটি নারকোল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
ধার্মিক চেতনা আপনার উন্নতির অন্যতম শক্তিশালী স্তম্ভ। পরিবেশ অনুকূল থাকায় রোজগারের সমস্যা হবে না। তবে বেলার দিকে অজানা কারণে কাজের ক্ষতি হতে পারে। কেউ আপনাকে হেয় করতে পারে। উত্তেজিত হয়ে করা মন্তব্য নিয়ে সমস্যায় পড়তে পারেন।

টোটকা: একটি নাভি শঙ্খ নিজের কাছে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২
আপনার দৃঢ়তার অভাব থাকায় পরিবারে তার প্রভাব পড়বে। দুপুরের পর প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। সম্পত্তিযোগ শুভ। শুভ খবর এলে সবাইকে দ্রুত জানাবার ব্যবস্থা নিন। শরীরে অস্বস্তি লাগলে বিশ্রাম নেওয়া দরকার।

টোটকা: একটি রুপোর কয়েন নিজের সঙ্গে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬
কোনো বই আপনার মানসিক শান্তির দরজা খুলে দিতে পারে। তবে পরিবার ও সন্তান নিয়ে দুশ্চিন্তা লেগেই থাকবে। দুপুরের পর শুভ পরিবর্তন দেখা দেবে। পরিবারের সবাইকে কাছে পাবেন। কর্মক্ষেত্রে অভিজ্ঞতা বাড়বে। অর্থসমস্যা প্রত্যক্ষভাবে নেই।

টোটকা: একটি পাত্রে যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ৫
কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নজর রাখতে গিয়ে পারিবারিক দিকে লক্ষ্য রাখতে ভুলে যাবেন না। গুপ্ত শত্রুতা থেকে সতর্ক থাকুন। আর্থিক সমস্যা আছে। দুপুরের পর থেকে প্রতিকূলতা কমতে পারে। কোনো বিষয় নিয়ে মানসিক যন্ত্রণার হতে পারেন।

টোটকা: শয়নকক্ষের দক্ষিণে গোটা দিন একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং বেগুনি,  শুভ সংখ্যা : ৯
নীরবে নিজের কাজ করে যান। সফলতা আসছে না বলে হতাশ হবেন না। সফলতা আপনার জীবনে আসবে তার নিজের নির্ধারিত সময়ে, তাড়াহুড়া করে কোনো লাভ হবে না। দিনের শেষ অংশ কিছুটা বাধাবহুল।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ৬
কাজের সূক্ষ্ম বিষয়গুলি আপনাকে বেশি আকর্ষণ করবে। কিন্তু সময়ের মধ্যে কাজ শেষ করতে গিয়ে সমস্যা হবে। নিয়মের বাইরে কোনো কাজ করতে যাবেন না। অর্থলাভ হতে পারে। দিনের শেষে বকেয়া কাজ সুসম্পন্ন হতে পারে।

টোটকা: বাম অথবা ডান হাতের কব্জিতে একটি কালো সুতা বেঁধে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ১৯
আত্মীয়দের সমস্যা পরিবারে প্রভাব বিস্তার করবে। আত্মীয়দের কারণে মনোসংযোগে ব্যাঘাত হতে পারেন। কাজের পরিকল্পনা বদল করতে হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে।

টোটকা: লোহা, দস্তা এবং তামা তিনটি ধাতুর ছোট টুকরো নিজের পকেটে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
দিনের শুরু হবে খুবই শুভ সংবাদের মধ্যে দিয়ে। তবে রাতে অশুভ পরিবর্তনের যোগ আছে। মনে শান্ত ভাব না থাকায় কাজে ভুল হতে পারে। আপনার বিরুদ্ধে কর্মক্ষেত্রে ফাঁকি দেওয়ার অভিযোগ উঠতে পারে। কর্মক্ষেত্রে গ্রহগত বাধার ফলে কাজের অগ্রগতিতে কিছুটা সমস্যা হতে পারে।
 
টোটকা: একটি কাঁচা কলাকে তেল এবং সিঁদুর মাখিয়ে সমানভাবে দুই টুকরো করে বাড়ির পিছনের অংশে মাটির পাত্রে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১০
সন্তানের জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। পরিবারে কিছু কিছু সমস্যা আসবে। প্রতিবেশী কাউকে আর্থিক সহায়তা করবেন। গুরুত্বহীন কাজে অর্থ ব্যয় হতে পারে।

টোটকা: তিনটি খেজুর, সামান্য ঘি এবং কিছুটা চাল বাড়ির দক্ষিণ-পূর্ব কোনে স্থাপন করুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : আকাশি,  শুভ সংখ্যা : ১১
আর্থিক ব্যাপার নিয়ে ভুল বোঝাবুঝি হবে। সমস্যা সমাধান হবে কোনো অভিভাবকের মাধ্যমে।   তবে আত্মীয়দের মধ্যে কোন ক্ষুদ্র কারণে দূরত্ব বেড়ে যাবে। নিজের কাজের বিষয়ে সফল হবেন।

টোটকা: একটি কলা গাছের কাণ্ড অর্থাৎ ‘থোড়’ দুটি টুকরো করে একটি মটির পাত্রে বাড়ির দক্ষিণে সারাদিন রেখে দিন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।