ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

প্রেমযোগ মেষ-কর্কট-কুম্ভের, দাম্পত্যে সমস্যা মকরের

জ্যেতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, জুলাই ১৭, ২০১৪
প্রেমযোগ মেষ-কর্কট-কুম্ভের, দাম্পত্যে সমস্যা মকরের

আজ কেমন যাবে
তারিখ- ১৭/০৭/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ২২
সন্তানের মতিগতি ও কিছু কিছু আচরণে সংসারে অশান্তি বাড়বে। আজকের দিনে বেশি চেষ্টা না করলেও অর্থ পেয়ে যাবেন।

সন্তানের পড়াশোনার জন্য হিসাবের অতিরিক্ত খরচ করতে হতে পারে। প্রেমযোগে শুভভাব বজায় থাকবে। সম্ভাবনা আছে বিদেশ ভ্রমণের।

টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১৬
কর্তৃপক্ষের হস্তক্ষেপে ভাগ্য উন্নতির সম্ভাবনা। তবে কর্মক্ষেত্রে পদোন্নতির বিষয়ে প্রতিযোগীর সংখ্যা বাড়তে পারে। শরীর নিয়ে সমস্যা থাকলে সেটি বাড়তে পারে। ব্যবসায়ের বিষয়ে অজানা ক্ষেত্র থেকে সমস্যা হাজির হতে পারে।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে  সাদা ফুল রাখলে উপকার পাবেন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯
মা-বাবার সঙ্গে সম্পর্কের অবনতিতে মানসিক ক্লেশ জন্ম দিতে পারে। পরিবারের সমস্যায় বন্ধুর সক্রিয় সহায়তা আপনাকে মানসিক শক্তি জোগাবে। ব্যবসায়ে সাময়িক বাধা আসতে পারে। বাধা অতিক্রম করার মত মানসিক শক্তি আপনার আছে, তাই হতাশ হবেন না।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৬
আন্তরিক ব্যবহারের ফলে পাশে পেতে পারেন আত্মীয়দের। অযৌক্তিক উচ্চাকাঙ্ক্ষা থেকে হতাশা বাড়তে পারে। আপনি আধ্যাত্মিক উন্নতির দিকে নজর দিন, আপনার আর্থিক এবং পারিবারিক সমস্যা সমাধান করবে আপনার নিকটের কেউ। ঘরে-বাইরে শান্তি ফিরে আসবে। প্রেমের যোগ আছে।

টোটকা: দারুচিনি, মধু এবং ঘি একটি পাত্রে রেখে বিছানার নিচে সারারাত রেখে দিন

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১১
গোলযোগ ও তিক্ততার মধ্য দিয়েই কর্মে উন্নতির রাস্তা বেরোবে। আজকের দিনে ব্যবসায়িক সমস্যার সমাধান সূত্র বের হতে পারে। সামাজিক পরিস্থিতি অনেকটাই অনুকূল থাকবে। বেশি লাভের জন্য এগিয়ে গিয়ে হয়রানির শিকার হতে পারেন।

টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরের দক্ষিণ কোণে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ২
আচরণে নিয়ন্ত্রণের অভাব ঘটলে কর্মক্ষেত্রে বিপত্তি ঘটতে পারে। আপনার সাহসী পদক্ষেপ দেখে বহুজন উৎসাহিত হবে। তবে নিকট আত্মীয়কে কোনো কাজের দায়িত্ব দিলেও উপকার হবে না। বরং আপনার কাজের সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা এবং পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৭
জীবাণু সংক্রমণের আশঙ্কা আছে। আংশিক ঋণ পরিশোধে স্বস্তি ফিরে পাবেন। সুযোগ এলে তা কাজে লাগাতে পারবেন। প্রিয়জনের শারীরিক কারণে খরচ বাড়তে পারে। কোনো ব্যক্তির খারাপ আচরণের প্রতিবাদ করতে হবে। আপনার প্রতিবাদে ফল হবে।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
পারিবারিক কোনো সমস্যা নিয়ে অধৈর্য হয়ে পড়তে পারেন। মানসিক শক্তির জোরে প্রতিকূলতা ঠেকিয়ে অগ্রগতি বজায় থাকবে। বাইরে থেকে দেখে কেউ আপনার সমস্যা বুঝবে না। অর্থনৈতিক দিকে কিছু বাঁধা রয়েছে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।
 
টোটকা: গরীবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ  

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৭
অতিরিক্ত খরচের জন্য ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা ব্যাহত হতে পারে। নতুন উদ্যমে কাজ করার চেষ্টা করুন। শরীরে ক্লান্তি দেখা দিতে পারে। অর্থনৈতিক দিকে সমস্যা প্রকট নয়। বিদ্যার্থীরা নতুন সুযোগ পাবেন। কাজের প্রয়োজনে দূরে যেতে হতে পারে।

টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণ স্ফটিক রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৬
পড়ে থাকা কাজে সফল হবেন। গুরুজনের চিকিৎসা বিভ্রাটে বহু ব্যয় ও হয়রানির যোগ আছে। গুণী ও বিচক্ষণ ব্যক্তির পরামর্শে চিকিৎসার সিদ্ধান্ত সুস্থতা ত্বরান্বিত হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। প্রেমের যোগ আছে।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬
প্রবাসী প্রিয়জনের কাছ থেকে মূল্যবান দ্রব্য প্রাপ্তির যোগ আছে। কোনো বিপরীত শক্তি আপনার সঙ্গে পেরে উঠবে না। চক্রান্তকারীরা আপনার থেকে দূরে সরে যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ যোগ আছে। আর্থিক বাঁধা নেই।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
ব্যবসা বৃদ্ধির নতুন পরিকল্পনায় আংশিক সাফল্য দেখা দেবে। নিজের মনকে স্থির করার চেষ্টা করুন। কর্মস্থলে অল্প কারণে রাগ, হতাশা অথবা কারও সঙ্গে সংঘাত হতে পারে। অন্যর সাহায্য নেওয়া থেকে দূরে থাকুন।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার ওপর সূর্যের আলো পড়ে।

জানতে চান আপনার প্রেম, বিয়ে, চাকরি, ব্যবসা!

সভ্যতার উষালগ্ন থেকে বিজ্ঞানের যে দু’টি ধারা বিকল্পহীনভাবে আজও আমাদের রোজকার জীবনে অবস্থান করে আছে সে দু’টির একটি হলো চিকিৎসা বিজ্ঞান, অন্যটি জ্যোতিষ বিজ্ঞান। বারবার গবেষণা করে এ দুই বিজ্ঞানের উন্নতি ঘটছে প্রতিনিয়তই।

একজন চিকিৎসক যেমন রোগীকে সঠিক মাত্রার ওষুধ প্রয়োগ করে সুস্থ করে তোলেন, তেমন একজন জ্যোতিষ গবেষক মানুষের জীবনের সমস্যার জটিল কারণগুলিক গ্রহ,নক্ষত্র, দশার নির্ভুল বিচার করে সমস্যার কারণ বের করে আনতে পারেন।

জ্যোতিষশাস্ত্র মতে বিচার করতে কতগুলি জিনিস খুবই প্রয়োজনীয়। এর মধ্যে প্রধান বিষয়গুলি হলো, রাশি, লগ্ন, গ্রহের অবস্থান, তিথি, নক্ষত্র বিচার, জাতকের গণ,পক্ষ ইত্যাদি।

জ্যোতিষ মতে ১২টি রাশি, ৯টি গ্রহ, ২৭টি নক্ষত্র, ১৬টি তিথি, ৩টি গণ ও দু’টি পক্ষের বিচার করে একজন মানুষের জীবনের সমস্যা নির্ধারণ ও তার সমাধানের পথ নির্ণয় করতে হয়।
 
বিষয়গুলিকে গভীরভাবে বিশ্লেষণ বিভিন্ন অঙ্কের মাধ্যমে তৈরি হয় কুষ্ঠি। এর সঙ্গে যুক্ত হয় জাতকের জন্ম তারিখ, স্থান, সময় ইত্যাদি। প্রায় ৭৯টি বিষয় একত্রিত করে নির্ভুলভাবে বিচার করে যেকোনো মানুষের জীবনের চড়াই উতরাই অথবা তার জীবনে কখন ভালো দিক আবার কখন বা মন্দ সময় আসতে চলেছে তার একটা ধারণা করা হয়।

তবে সমস্যা জানাটাই শেষ কথা নয়। এর পরের ধাপটি আছে সমস্যা সমাধানের। সমাধানের সময় দেখতে হয় জাতকের বাস্তুজীবন। অর্থাৎ, সে যে স্থানে বসবাস করছে বা যে স্থানে সে কাজ করছে সেই স্থানের পরিস্থিতি।

যদি সেই স্থানের কোনো দোষ দেখা দেয় তবে সে স্থানের বাস্তুদোষ সংশোধন করতে হয়। এসব কিছুই বেশ জটিল গাণিতিক পক্রিয়ার মাধ্যমে হয়। আর এ গাণিতিক প্রক্রিয়ার সূক্ষ্মতার উপরেই নির্ভর করে সম্পূর্ণ জ্যোতিষ বিজ্ঞান।

অনেকে মনে করেন জ্যোতিষ শুধুমাত্র একটি ধর্মের মানুষদের চর্চার বিষয়। কিন্তু প্রাচীন গ্রিস, মিশর, ব্যাবিলনসহ ভারতীয় উপমহাদেশে এ বিদ্যার গভীর চর্চা শত শত বছর ধরে চলে আসছে। যা অভ্রান্ত ও নির্ভুল।

জ্যোতিষ= গণনা= গণিত। আর গাণিতিক এ শাস্ত্র বহুযুগ ধরে মনুষ্য জাতির উপকারে কাজ করে আসছে। ঠিক তখন থেকেই যখন থেকে সৃষ্টি হয়েছে পৃথিবী চাঁদ, সূর্যের মতো মাহাজগতিক গ্রহ, উপগ্রহ নক্ষত্রের‍া।

ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।

বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।

বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাবে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।

যারা রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com

ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।

মনে রাখবেন বাংলানিউজ এই যোগাযোগের মাধ্যম মাত্র। পাঠককে সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।