জানতে চান আপনার প্রেম, বিয়ে, চাকরি, ব্যবসা!
সভ্যতার উষালগ্ন থেকে বিজ্ঞানের যে দু’টি ধারা বিকল্পহীনভাবে আজও আমাদের রোজকার জীবনে অবস্থান করে আছে সে দু’টির একটি হলো চিকিৎসা বিজ্ঞান, অন্যটি জ্যোতিষ বিজ্ঞান। বারবার গবেষণা করে এ দুই বিজ্ঞানের উন্নতি ঘটছে প্রতিনিয়তই।
একজন চিকিৎসক যেমন রোগীকে সঠিক মাত্রার ওষুধ প্রয়োগ করে সুস্থ করে তোলেন, তেমন একজন জ্যোতিষ গবেষক মানুষের জীবনের সমস্যার জটিল কারণগুলিক গ্রহ,নক্ষত্র, দশার নির্ভুল বিচার করে সমস্যার কারণ বের করে আনতে পারেন।
জ্যোতিষশাস্ত্র মতে বিচার করতে কতগুলি জিনিস খুবই প্রয়োজনীয়। এর মধ্যে প্রধান বিষয়গুলি হলো, রাশি, লগ্ন, গ্রহের অবস্থান, তিথি, নক্ষত্র বিচার, জাতকের গণ,পক্ষ ইত্যাদি।
জ্যোতিষ মতে ১২টি রাশি, ৯টি গ্রহ, ২৭টি নক্ষত্র, ১৬টি তিথি, ৩টি গণ ও দু’টি পক্ষের বিচার করে একজন মানুষের জীবনের সমস্যা নির্ধারণ ও তার সমাধানের পথ নির্ণয় করতে হয়।
বিষয়গুলিকে গভীরভাবে বিশ্লেষণ বিভিন্ন অঙ্কের মাধ্যমে তৈরি হয় কুষ্ঠি। এর সঙ্গে যুক্ত হয় জাতকের জন্ম তারিখ, স্থান, সময় ইত্যাদি। প্রায় ৭৯টি বিষয় একত্রিত করে নির্ভুলভাবে বিচার করে যেকোনো মানুষের জীবনের চড়াই উতরাই অথবা তার জীবনে কখন ভালো দিক আবার কখন বা মন্দ সময় আসতে চলেছে তার একটা ধারণা করা হয়।
তবে সমস্যা জানাটাই শেষ কথা নয়। এর পরের ধাপটি আছে সমস্যা সমাধানের। সমাধানের সময় দেখতে হয় জাতকের বাস্তুজীবন। অর্থাৎ, সে যে স্থানে বসবাস করছে বা যে স্থানে সে কাজ করছে সেই স্থানের পরিস্থিতি।
যদি সেই স্থানের কোনো দোষ দেখা দেয় তবে সে স্থানের বাস্তুদোষ সংশোধন করতে হয়। এসব কিছুই বেশ জটিল গাণিতিক পক্রিয়ার মাধ্যমে হয়। আর এ গাণিতিক প্রক্রিয়ার সূক্ষ্মতার উপরেই নির্ভর করে সম্পূর্ণ জ্যোতিষ বিজ্ঞান।
অনেকে মনে করেন জ্যোতিষ শুধুমাত্র একটি ধর্মের মানুষদের চর্চার বিষয়। কিন্তু প্রাচীন গ্রিস, মিশর, ব্যাবিলনসহ ভারতীয় উপমহাদেশে এ বিদ্যার গভীর চর্চা শত শত বছর ধরে চলে আসছে। যা অভ্রান্ত ও নির্ভুল।
জ্যোতিষ= গণনা= গণিত। আর গাণিতিক এ শাস্ত্র বহুযুগ ধরে মনুষ্য জাতির উপকারে কাজ করে আসছে। ঠিক তখন থেকেই যখন থেকে সৃষ্টি হয়েছে পৃথিবী চাঁদ, সূর্যের মতো মাহাজগতিক গ্রহ, উপগ্রহ নক্ষত্রেরা।
ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।
বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।
বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাবে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।
যারা রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com
ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।
মনে রাখবেন বাংলানিউজ এই যোগাযোগের মাধ্যম মাত্র। পাঠককে সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।
আজ কেমন যাবে
তারিখ- ১৮/০৭/২০১৪

অতিরিক্ত লাভের জন্য অতি দ্রুত কাজ করতে চেষ্টা করবেন না। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনো অভিজ্ঞ লোকের সাহায্য নিন। কোনো সমস্যার মুখোমুখি হলে সিদ্ধান্ত নিন ধীরে। ব্যবসার বিষয়ে আজকের দিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। সামনে আসা সমস্যায় ভেঙে না পড়ে রুখে দাঁড়ান।
টোটকা: কিছুটা ঘি, কিছুটা কালো জিরা ও একটি লাল কাঁচা মরিচ একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে উত্তর কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

সামাজিক কাজে সুনাম লাভ করবেন। আজ আপনার প্রশংসায় মুখর হবে আপনার ঘনিষ্ঠ মানুষরা। পুরস্কার পেতে পারেন। কোনো সন্তানকে নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। কিছু সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রে।
টোটকা: একটুকরো গুড় সকালে উঠে দাঁত দিয়ে কেটে সেটিকে কোনো পুকুরের জলে ফেলে দিন।

পরিবারে আপনার গ্রহণ যোগ্যতা বাড়বে। কাজে যাওয়া আসার পথে কোনো অবাঞ্ছিত ঘটনায় জড়িয়ে যেতে পারেন। গোটা দিন কাটবে অভিভাবকদের শরীরের জন্য দুশ্চিন্তা নিয়ে। তবে সন্তানকে নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন।
টোটকা: একটি কুলোতে কিছুটা চালের মণ্ড, একটি কাচা কলা কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতার জন্য পুরস্কার পাবেন। তবে ধৈর্য হারানোর সমস্যাকে আপনি নিয়ন্ত্রণ করতে না পারার ফলে সমস্যা আসবে। অপ্রয়োজনীয় মন্তব্য করলে আজকের দিনে সমস্যায় পড়বেন। অর্থলাভের যোগ আছে।
টোটকা: সদর দরজার সামনে দু’টি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস ও কিছুটা ফুল ভিজিয়ে রাখুন।

আপনার কোনো বন্ধু আপনার জটিল সমস্যা সহজেই সমাধান করবে। শুভযোগের ফলে লাভ বাড়বে। তবে সন্ধ্যের পর অশুভযোগ দেখা দিতে পারে। কোনো শত্রুপক্ষ গোপনে ক্ষতির চেষ্টা করতে পারে। আগের পাওনা ফেরতের ইঙ্গিত পাওয়া যাচ্ছ।
টোটকা: একটি বোঁটাযুক্ত পান একটি গোটা সুপারি এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকে দিন।

অপ্রতিহত মনে হলেও আজকের দিনে আপনি বাধা পেরিয়ে সফল হতে পারবেন। এর ফলে অনেকেই বেশ কিছুটা অবাক হবে। মনকে স্থির রাখুন। কাজের জন্য অভিনন্দন পাবেন। পরিবারের লোকজন আজ আপনাকে নিয়ে আনন্দ করবে।
টোটকা: একটি লাল সুতি কাপড়ে কিছুটা কালো জিরে পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

আজকের দিনে আপনার সফল হওয়া নিয়ন্ত্রণ করবে আপনার ভাগ্য। ইতিবাচক চিন্তা করুন। অন্যের এগিয়ে যাওয়া নিয়ে চিন্তা করে সময় নষ্ট করবেন না। যেকোনো ধরনের লাভজনক মনে হচ্ছে এরকম সুযোগ এলেই সেটিকে আঁকড়ে ধরবেন না।
টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তেল ও সিঁদুর দিয়ে একটি তীর ধনুকের ছবি এঁকে রাখুন।

প্রথমবার আপনি কাজে অসফল হতে পারেন। কিন্তু পরেরবার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে। বিরুদ্ধ পরিস্থিতি থেকে জন্ম নেওয়া শত্রুতার সম্মুখীন হতে হবে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। বিকেলের পর শুভ পরিবর্তন। পারিবারিক কারণে মনে সুখ-শান্তি বজায় থাকবে।
টোটকা: একটি পাত্রে যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

ব্যবসা বাড়বে। আজকের দিনে যেটুকু অর্থ পাবেন তাতেই সন্তুষ্ট থাকুন। আজকের দিনে আপনার শত্রুপক্ষ অবদমিত থাকবে। কাজের অগ্রগতি বজায় থাকবে। পারিবারিক জীবনের বিশেষ মুহূর্তকে উপভোগ করতে পারবেন।
টোটকা: একটি রুপোর কয়েন নিজের সঙ্গে রাখুন।

কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে মতামত প্রকাশ করুন। সহোদরস্থানীয় কারো সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। সন্ধ্যে থেকে পরিবেশ জটিলতা মুক্ত হতে শুরু করবে। কর্মে লাভ ও স্বজন সুখের লক্ষণ দেখা যাচ্ছে।
টোটকা: একটি নাভিশঙ্খ নিজের কাছে রাখুন।

অর্থ নিয়ে রাস্তায় চলাফেরা করার সময় সতর্ক থাকুন। আজকের দিনে কিছুক্ষণ কাজ করার পর কিছুক্ষণ বিশ্রাম নিন। আবার সমস্যাটি সমাধানের চেষ্টা করুন। সমাধান বেরিয়ে আসবে। সারাদিনে বিভিন্ন ধরনের মিশ্র পরিবেশের মুখোমুখি হতে হবেন।
টোটকা: গোসল করার পর একটি নারকেল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন।

ব্যবসা সংক্রান্ত লেনদেন করার আগে যথেষ্ট সতর্ক হোন। খোলা জায়গায় আজকের দিনে লেনদেন করবেন না। কোনো ব্যক্তির সহায়তায় অল্প কিছু আর্থিক লাভ হতে পারে। কাজের অগ্রগতি নিয়ে চিন্তায় থাকবেন। নিজে কাজে হাত লাগান তবেই চিন্তা মুক্তি ঘটবে।
টোটকা: সম্ভব হলে একটি তামার বালা হাতে পরুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪