ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

বৃশ্চিকের সুখী দাম্পত্য, বিদেশের ডাক পাবেন কুম্ভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, জুলাই ২১, ২০১৪
বৃশ্চিকের সুখী দাম্পত্য, বিদেশের ডাক পাবেন কুম্ভ

প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ মেলাতে চান আপনার কুষ্ঠি!

জ্যোতিষ শাস্ত্র বিশ্বের আদি বিজ্ঞানের অন্যতম। তিথি, নক্ষত্র, অবস্থান প্রভৃতি বিবেচনায় নদীর জোয়ার ভাটার মতো চলে আমাদের শরীরযন্ত্রও।

মানুষের উপর জ্যোতির্বিজ্ঞানের প্রভাব সমসময় প্রমাণিত। জন্ম, মৃত্যু, প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তি, চাকরি, ব্যবসা, পরীক্ষায় ভালো ফলাফল সবকিছুতে প্রভাব আছে এ শাস্ত্রের।

মিশর, গ্রিসের মতো ভারতীয় জ্যোতিষ শাস্ত্রেরও রয়েছে বিশেষ খ্যাতি। আর ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।

বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।

বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাবে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।

যারা রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com

ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।

আজ কেমন যাবে
তারিখ- ২১/০৭/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩
দুষ্ট সহকর্মীর অপপ্রচারেও কোনো ক্ষতি হবে না। অন্য সহকর্মীদের আপনার পাশে পাবেন। আপনার ভাবনা-চিন্তার প্রশংসা করবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সন্ধ্যার পর সহজে কাজ সমাধান হবে বলে মনে হচ্ছে না।

টোটকা: কিছুটা কলাই, কয়েকটি শুকনো লঙ্কা, তিনটি জবা ফুল একটি লাল কাপড়ে জড়িয়ে বাড়ির পশ্চিম দিকে রেখে দিন। সূর্য ডোবার পর সেটিকে জলে ভাসিয়ে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
পৈতৃক ব্যবসায় উন্নতি ও সমৃদ্ধি হলেও মন থাকবে উদ্বিগ্ন এবং চঞ্চল। সম্পত্তি গত বিষয় নিয়ে আত্মীয়দের সঙ্গে মতানৈক্য বজায় থাকবে। আপনার বিরুদ্ধে কোনো গোপন চক্রান্তের  ঘটনা প্রকাশ্যে এসে পড়তে পারে। কাজের ব্যস্ততার জন্য বন্ধুদের সঙ্গে যোগাযোগ কমতে পারে।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
সন্তানের স্বাস্থ্যহানি তার লেখাপড়ায় ছাপ ফেলতে পারে। ব্যবসায়ের ক্ষেত্রে নিয়ম-কানুনের সমস্যার ফলে দেরি হতে পারে। সন্ধ্যার পর ব্যবসায়িক ক্ষেত্র থেকে ভালো খবর আসতে পারে। কোনো বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে ঋণ নিতে হতে পারে।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে পদ্মফুল রাখলে উপকার পাবেন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১২
অত্যধিক ভাবপ্রবণতায় কাজকর্ম ব্যাহত হতে পারে। কর্মক্ষেত্রে আবেগতাড়িত হলে নিজের ক্ষতি হবে। সুন্দর ব্যবহারের জন্য সুনাম অর্জন করবেন। আপনার সমর্থনে পরিবারের লোকজনরা এগিয়ে আসবে। তবে অভিভাবকদের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতানৈক্য দেখা দেখা দিতে পারে।

টোটকা: একটি মাটির পাত্রে কালো জিরা, শুকনো লঙ্কা ও ভেজানো চাল রেখে সেটিকে জলে ভাসিয়ে দিয়ে পিছন দিকে না ফিরে চলে আসুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং: সাদা, শুভ সংখ্যা:  ৬
অভিভাবকদের কিডনি বা লিভারের জটিলতায় দুর্ভোগ দেখা দিতে পারে।   চিকিৎসার সিদ্ধান্ত নিয়ে আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আইন-আদালতের সঙ্গে যুক্ত কাজ সহজে হয়ে যাবে। অর্থকরী বাধা না থাকলেও পুরানো মামলা নিয়ে কিছু অর্থ খরচ হতে পারে।

টোটকা: লবঙ্গ, মধু একটি পাত্রে রেখে বিছানার নিচে সারা রাত রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বেগুনি,  শুভ সংখ্যা: ৫
সম্পত্তি নিয়ে স্বজন বিরোধের আশঙ্কা আছে। পৈতৃক সম্পত্তি দখল নিতে আইনি জটিলতা দেখা দিতে পারে। সমস্যা এলেও নিজের সিদ্ধান্তে অনড় থাকলেই জয় হবে। পারিবারিক কিছু মতবিরোধ হলেও তার ফলে বিশেষ ক্ষতির সম্ভাবনা নেই।  

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা এবং পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং: বেগুনি,  শুভ সংখ্যা: ৮
যৌথ ব্যবসা আপনার পক্ষে কার্যকরী না হলে ধীরে ধীরে সেখান থেকে সরে আসার পরিকল্পনা করুন। লগ্ন অধিপতি কিছুটা দুর্বল থাকায় কাজগুলো পুরোপুরি সঠিক হবে না। তবে কর্মক্ষেত্রের সাফল্য ব্যক্তিগত অবসাদ বেশ কিছুটা ভুলিয়ে দেবে। দিনের শেষের দিকে ধীরে ধীরে শুভ পরিবর্তন হবে।
 
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: হলুদ,  শুভ সংখ্যা: ৫
সম্পত্তি বিষয়ক মামলায় নাজেহাল হওয়ার সম্ভাবনা রয়েছে। যথাযথ প্রচেষ্টায় কাজ উদ্ধারের যোগ রয়েছে। দাম্পত্য জীবন সুখকর থাকবে। তবে আজকের দিনে নতুন কোনো ব্যবসায়ে না যাওয়াই ভালো।

টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণ স্ফটিক রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: সাদা,  শুভ সংখ্যা: ১৯
বুদ্ধিবলে বিপর্যয় সামলে মর্যাদা ফিরে পেতে পারেন। তবে আত্মবিশ্বাস না থাকলে শুভ ফল পাবেন না। সহকর্মীরা আপনার সুখ বৃদ্ধির কারণ হবে। আত্মীয়দের তরফে গুপ্ত শত্রুতা বজায় থাকবে। গুরুজনদের সহযোগিতা লাভ করবেন।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২
কাজের বরাত নিয়ে সমস্যা দেখা দিতে পারে। যোগাযোগের অভাবে কাজ হাত ছাড়া হতে পারে। সন্তানের কোনো শুভ খবর আসতে পারে। সঞ্চয়ের যোগ দৃশ্যমান। কথাবার্তায় সংযত এবং প্রতিশ্রুতি দেওয়ায় সতর্ক থাকা দরকার। কর্ম যোগ এবং পরিবার যোগ শুভ।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার ওপর সূর্যের আলো পড়ে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৯
বিজ্ঞান চর্চায় ব্যুৎপত্তি লাভ করবেন। বিদেশ থেকে ডাক পাওয়ার সুযোগ আছে।   প্রয়োজনের অতিরিক্ত কথা বলা বন্ধ করুন। আর্থিক পরিস্থিতির কিছুটা জটিলতা কমলেও তেমন উন্নতি হবে না। বিকেলের পর থেকে পরিবেশ কিছুটা ভালো হতে থাকবে।  
 
টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: আকাশী,  শুভ সংখ্যা: ১১
যানবাহন বা প্রয়োজনীয় যন্ত্রে বিপত্তির আশঙ্কা রয়েছে। দিনের মধ্যে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু অপ্রতিহত বাঁধা, কিছু ক্ষতি মেনে নিতে হতে পারে। মনে অশান্তি এবং বিরক্তি থ‍াকবে। সূর্যাস্তের পর শুভ।
 
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া এমনভাবে রাখুন যেন সকালে উঠেই তাতে চোখ পড়ে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।