প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ মেলাতে চান আপনার কুষ্ঠি!
জ্যোতিষ শাস্ত্র বিশ্বের আদি বিজ্ঞানের অন্যতম। তিথি, নক্ষত্র, অবস্থান প্রভৃতি বিবেচনায় নদীর জোয়ার ভাটার মতো চলে আমাদের শরীরযন্ত্রও।
মিশর, গ্রিসের মতো ভারতীয় জ্যোতিষ শাস্ত্রেরও রয়েছে বিশেষ খ্যাতি। আর ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত। কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।
বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।
বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাবে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।
যারা রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com
ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।
আজ কেমন যাবে
তারিখ- ২২/০৭/২০১৪

কর্মক্ষেত্রে বিবাদ-বিতর্কের জন্য জটিলতা বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে। অপ্রিয় সত্য কথায় পড়শিদের সঙ্গে বিবাদ হতে পারে। দিনের প্রথম ভাগে কোনো হঠকারি সিদ্ধান্ত বিপত্তি ডেকে আনতে পারে। বিষয়-সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে মতবিরোধে মনঃকষ্ট দেখা দিতে পারে।
টোটকা: কাজের জায়গায় একটি গোলাকৃতির স্ফটিক রাখুন।

সজ্জন ব্যক্তির পরামর্শে পারিবারিক সমস্যার সমাধান ও সাংসারিক শ্রীবৃদ্ধির যোগ আছে। স্থপতি ও প্রযুক্তিবিদের আর্থিকভাবে শুভ সময় শুরু হতে চলেছে। বুদ্ধিবলে শত্রুর মোকাবিলা করতে পারবেন। শুভ কাজে বাধা আসতে পারে। অপব্যয় ও অপচয় কমানোর ফলে বৈষয়িক উন্নতির সম্ভাবনা দেখা দিচ্ছে।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

মূল্যবান দ্রব্যাদি সংরক্ষণের কাজ নিয়ে বেশ কিছুটা সময় ব্যয় হবে। নিম্নাঙ্গের পীড়ায় ভোগান্তির সম্ভাবনা আছে। দিনের শুরুতে কাজকর্মে বাধা আসতে পারে। বিদেশি প্রতিষ্ঠানে কর্মসংস্থান ও বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। কিছুটা উঁচু জায়গা থেকে পড়ে ছোট খাটো আঘাতের সম্ভাবনা। বিতর্ক-বিবাদ যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। আজকের দিনে মামলা-মকদ্দমার ফলাফল সন্তোষজনক।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

রাসায়নিক দ্রব্যের ব্যবসায় বাড়তি বিনিয়োগ সূত্রে বহু লাভ হতে পারে। দিনের মধ্যভাগে নেত্র ও গলার পীড়ায় কিছুটা কষ্ট হতে পারে। নিকটাত্মীয়ের অর্থ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আপনাকে আনন্দ দেবে। দিনের অন্তভাগে প্রবাসী প্রিয়জনকে নিয়ে চিন্তা বাড়াবে। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত মানুষদের মন জয় করতে পারেন।
টোটকা: বাড়িতে একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

সিংহ লগ্নে জাত ব্যক্তির একাধিক পথে উপার্জনের সুযোগ আসবে। জনহিতকর প্রতিষ্ঠানে যোগদান ও উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণায় চমকপ্রদ সাফল্য আসতে পারে। অযৌক্তিক বাদানুবাদের জেরে কর্মস্থলে মনোমালিন্য ও জটিলতা বাড়তে পারে। পারিবারিক শান্তি বজায় রাখতে আত্মত্যাগ করতে হতে পারে।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন।

দুর্জনের অপচেষ্টা প্রতিহত করে অগ্রগতি বজায় রাখতে পারবেন। মধ্যভাগে কর্মস্থলে সমস্যার মোকাবিলা ও উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। স্থিরবুদ্ধি ও বিচক্ষণ সিদ্ধান্তে কার্যোদ্ধার করতে পারবেন। দিনের অন্তভাগে পরোপকারও সেবামূলক প্রতিষ্ঠানে শ্রম ও অর্থদানে মানসিক তৃপ্তি পাবেন। খেলোয়াড়দের জন্য সাফল্য আসতে পারে। মাত্রাছাড়া ক্রোধ সমস্যা ডেকে আনতে পারে।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

গৃহনির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা করতে সফল হবেন। স্বাস্থ্যকর স্থানে সবান্ধব ভ্রমণের পরিকল্পনা হতে পারে। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মক্ষেত্রে সঙ্কটের অবসান হতে পারে। দুষ্ট লোকের পাল্লায় পড়ে অর্থদণ্ড দিতে হতে পারে। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে মনোমালিন্য নিয়ে বিষয়টি মামলা পর্যন্ত গড়ানোর আশঙ্কা দেখা যাচ্ছে।
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।

ব্যবসা বা অন্য উপায়ে বাড়তি লাভ হতে পারে। দিনের মধ্যভাগে জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসায় সাফল্যের সুযোগ রয়েছে। সন্তানের বিদ্যার্জনে কৃতিত্ব আপনাকে আনন্দিত করবে। গুরুজনের দেহ কষ্ট আপনাকে পীড়া দেবে। দিনের অন্তভাগে অপ্রিয় সত্য কথায় স্বজন বন্ধু বিমুখ হতে পারে।
টোটকা: দারুচিনি ও মধু সকালে গ্রহণ করুন।

পারিবারিক সম্মান বাঁচাতে ত্যাগ স্বীকার করতে হবে। বাড়ি বা গাড়ি কেনার ক্ষেত্রে শুভযোগ শুরু হচ্ছে। বাধাপ্রাপ্ত কাজ সম্পন্ন করার সুযোগ পেতে পারেন। কর্মে উন্নতি হবে। অতিরিক্ত উদার মনোভাবের জন্য আত্মীয় পরিমণ্ডলে অপদস্থ হতে পারেন।
টোটকা: একটি পাত্রে জলে যব ও চাল ভিজিয়ে রাখুন।

বন্ধুর প্রতারণায় বিশ্বাসভঙ্গের বেদনার মুখোমুখি হতে হবে। পারিবারিক দায়িত্ব পালন নিয়ে মনোমালিন্য শুরু হতে পারে। দিনের অন্তভাগে শত্রুর কূট চালে দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। বন্ধুর বাড়িতে উটকো ঝামেলা সামলে বাহবা পেতে পারেন। কর্মক্ষেত্রে বদলিতে মানসিক অশান্তি বাড়বে। তবে তা মাত্রা ছাড়া হবে না।
টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরের দক্ষিণ কোণে রেখে দিন।

গাড়ি কেনার জন্য পরিবারে আলাপ-আলোচনা হতে পারে। সপরিবার তীর্থভ্রমণ ও আধ্যাত্মিক বিকাশের যোগ আছে। ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রুখে দিয়ে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। বৈদেশিক বাণিজ্য সূত্রে লাভের মুখ দেখবেন। দিনের শুরুতে মৌলিক পরিকল্পনা ও বুদ্ধিবলে কার্যোদ্ধার করতে পারবেন। শখ-শৌখিনতায় বহু ব্যয় হবে।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

দিনের মধ্যভাগে ধর্ম ও দর্শনের অনুশীলনে মনে শান্তি পাবেন। দিনের অন্তভাগে অন্যমনস্কতার জন্য কর্মক্ষেত্রে অশান্তি ও জটিলতা বাড়তে পারে। প্রিয়জনের শুভ কাজ ত্বরান্বিত হতে পারে। আর্থিক উন্নতি নৈরাজ্য কাটাতে সাহায্য করবে পুত্র বা কন্যা। সাহিত্য ও সঙ্গীতের চর্চায় কৃতিত্ব পেতে পারেন।
টোটকা: ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪