ঢাকা: ব্যায়াম কি শুধু মানুষই করবে। বিড়াল কুকুর কি দোষ করলো! যেখানে ইঁদুরের জন্য ব্যায়ামের সরঞ্জাম আছে, সেখানে বিড়াল কেনো বাদ যাবে।

এই চারপেয়ের ব্যায়ামের জন্য উদ্ভাবিত নতুন যন্ত্রটির নাম রাখা হয়েছে ‘ওয়ান ফাস্ট ক্যাট’। এটির উদ্ভাবক শেন ফারলে ও তার দল একটি বড় রেপ্লিকাসহ সম্প্রতি ক্যালিফোর্নিয়া এসেছেন।

একঘেয়েমিতে ভুগতে থাকা বিড়ালদের আনন্দ দিতে বানানো হয়েছে যন্ত্রটি। বাড়িতে থাকা পোষা বিড়ালকে বনের বিড়ালের মতো শিকার ধরতে হয় না। কিন্তু তাদের সহজাত প্রবণতা ঠিকই তাদের ভেতরে থেকে যায়।

‘ওয়ান ফাস্ট ক্যাট’ বিড়ালের শিকারের ইচ্ছাশক্তি দমন করতে সাহায্য করবে, যা তারা শিকারে ব্যয় করত।

যন্ত্রটি সম্পর্কে উদ্ভাবক তাদের ওয়েবসাইটে বর্ণনা করছিলেন এভাবে, আমাদের ক্যাট হুইল শুধুমাত্র তাদের শারীরিক ভাবেই উন্নত করবে না, তাদের স্বভাবকেও অনেক নিরুদ্বেগ ও শান্ত করবে।

টম আর জেরির কে তো সবাই চেনে। তারা এখন ঝগড়াঝাটি বাদ দিয়ে হুইল ট্রেডমিল ব্যবহার করে ব্যায়াম করবে। আমাদেরও কি তাই করা উচিত নয়?

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪