প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ মেলাতে চান আপনার কুষ্ঠি!
জ্যোতিষ শাস্ত্র বিশ্বের আদি বিজ্ঞানের অন্যতম। তিথি, নক্ষত্র, অবস্থান প্রভৃতি বিবেচনায় নদীর জোয়ার ভাটার মতো চলে আমাদের শরীরযন্ত্রও।
মিশর, গ্রিসের মতো ভারতীয় জ্যোতিষ শাস্ত্রেরও রয়েছে বিশেষ খ্যাতি। আর ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত। কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।
বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।
বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাবে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।
যারা রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com
ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।
আজ কেমন যাবে
তারিখ- ২৪/০৭/২০১৪

আপনার বিরুদ্ধে আপনার বাবা-মাকে ভুল বোঝানোর চেষ্টা হতে পারে। সম্পত্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে সতর্ক হোন। শত্রুতা হচ্ছে বুঝতে পারলে নিজের সুরক্ষা নিয়ে সচেতন হতে হবে। শত্রুদের পরিকল্পনায় দেখা দিতে পারে নতুন সমস্যা ও অর্থকষ্ট। সন্ধ্যায় পরিবারের উপর নির্ভর করতে হতে পারে।
টোটকা: বাড়ি থেকে বের হওয়ার সময় সামান্য চিনি বা মিছরি মুখে রাখুন।

আজ আপনাকে পরিচালনা করবে অন্য কেউ। আপনি চাইলেও তার পরিচালনা থেকে আজ মুক্ত হতে পারবেন না। বেলার দিকে সুখবর আসতে পারে। যেকোনো কাজ ধীরে ধীরে শেষ করুন। সরাসরি বিরোধে জড়িয়ে পড়বেন না। দিনের শেষে শুভ ইঙ্গিত পাবেন। অর্থাভাবের যোগ নেই।
টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

আগে যথাযথ পরিকল্পনা করে কর্মক্ষেত্রে আপনার বক্তব্য বলার চেষ্টা করুন। আপনার ভুল বক্তব্যের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। দিনের মধ্যভাগে শুভ প্রভাবের ফলে কাজ সহজ হয়ে যেতে পারে। কর্মে সাফল্যের যোগ দেখা যাচ্ছে। মেপে খরচ করার দিকে নজর দিন।
টোটকা: কাজের টেবিলে পূর্ব দিকে মুখ করে বসার চেষ্টা করুন।

গাড়ি বা যেকোনো সম্পত্তি কেনার জন্য দিনটি শুভ। মতবিরোধ দূর করতে পরিবারের সঙ্গে মানিয়ে নিয়ে চলুন। সন্ধ্যের পর বিশেষ চেষ্টা না করেই পরিবেশ আপনার অনুকূলে আসবে।
টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।

নতুন ও দামি উপহার পাওয়ার যোগ দেখা যাচ্ছে। পিতাস্থানীয় কারো সঙ্গে আলোচনার ফল শুভ হবে। কর্মস্থলের চক্রান্ত আপনাকে কাবু করতে পারবে না। সন্ধ্যায় বুদ্ধির জোরে বিপদ থেকে অব্যাহতি পাবেন। ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে।
টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

ধার্মিক প্রতিষ্ঠানে দান করার যোগ দেখা যাচ্ছে। গৃহীত সমস্যার বিষয় বেশি গুরুত্ব দিতে না যাওয়াই মঙ্গল। বিশেষ পরিচিত কারো হস্তক্ষেপে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মক্ষেত্রে যথাযথ প্রচেষ্টায় কাজের অগ্রগতি বজায় থাকবে।
টোটকা: শোবার ঘরে ঠিক বিছানার পূর্ব পাশে একটি পিতলের পাত্রে জলে কিছু সাদা ফুল রাখলে উপকার পাবেন।

শো-রুম বা নতুন দোকান খোলার জন্য দিনটি শুভ। আশানুরূপ পরিবেশে ব্যবসায় উন্নতির যোগ আছে। বাবার মতামত প্রাধান্য দিলে পরোক্ষভাবে উন্নতির সুযোগ আছে। সংগঠনমূলক কাজে অগ্রগতি বজায় থাকবে। দিনের শেষে অর্থনীতিক বিষয়ে দুশ্চিন্তা দূর পারে।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

ব্যবসায় শুভ ফলের ইঙ্গিত আছে। লাভের পরিমাণ বেশ কিছুটা বাড়বে। ভাগ্যের সাহায্য থাকায় কর্মক্ষেত্রে কাজগুলি সহজে হবে। তবে অপছন্দের লোকজনের তাল মিলিয়ে চলতে বাধ্য হবেন।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

ব্যবসায় পরিশ্রম বাড়বে। বয়সে বড় কারও শরীর খারাপ করতে পারে। কর্মক্ষেত্রে নতুন ঝামেলা আসতে পারে। আত্মীয়দের কিছু বোঝাতে গেলে সমস্যা বাড়বে। বিকেলে পরিবেশের উন্নতির আশা। সহকর্মী দ্বারা প্রভাবিত হলে সমালোচনা হতে পারে।
টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে গম, চাল ভিজিয়ে রাখুন।

জাতিকাদের পক্ষে অলংকার কেনার জন্য দিনটি শুভ। পারিবারিক শুভ খবর পেতে পারেন। আপনার দক্ষতা অনুযায়ী শুভ ফলের আশা আছে। হাজির হতে পারেন কোনো প্রবাসী আত্মীয়। স্বজনদের সঙ্গে মনোমালিন্য হলেও সন্ধ্যের পরে মিটে যাওয়ার আশা আছে।
টোটকা: গোসল করার পর একটি নারকেল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন।

ব্যবসায় জনপ্রিয়তা ক্রমেই বাড়তে থাকবে। লাভের মাত্রা যথেষ্ট বাড়বে। পদস্থ ব্যক্তির সঙ্গে ঐক্যমত হয়ে দায়িত্ব পালন করবেন। পারিপার্শ্বিক পরিবেশ আপনার পক্ষে থাকবে। নতুন সুযোগ পেলে তা বাস্তবায়িত করার চেষ্টা করুন।
টোটকা: সম্ভব হলে একটি তামার বালা হাতে পরুন।

বাহন কেনার পরিকল্পনা সফল হতে চলেছে। তবে আর্থিক বাধার ফলে মনে অসহায়তা জাগতে পারে। বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে আর্থিক সমস্যার সমাধান বেরিয়ে আসবে। সন্ধ্যের পর বেশ কিছুটা উন্নতি হবে। সন্ধ্যের পর কাজে অগ্রগতি আসবে। উপহার পাওয়ার যোগ আছে।
টোটকা: একটি নাভিশঙ্খ নিজের কাছে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪