অান্দিজ পর্বতমালার ভেতর দিয়ে যাওয়া সড়কটি সংযোগ স্থাপন করেছে আর্জেন্টিনা এবং চিলির মধ্যে। দুই গুরুত্বপূর্ণ নগরী সান্টিয়াগো এবং মেনডোজার মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র সড়ক হওয়ায় এখানে থাকে যানবাহনের নিত্য ভিড়।
পর্বতের গা বেয়ে চলা সড়কটিতে রয়েছে অসংখ্য আকাবাঁকা ও মারাত্মক ঢালু বাঁক। ফলে এই রাস্তা ধরে চলার সময় বুক কাঁপবে না এমন লোক আছেন খুবই কম।