নয় কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি লাদাখের সঙ্গে কাশ্মীরের যোগাযোগের মাধ্যম। শ্রীনগর ও লাদাখের লেহ এর মধ্যে সংযোগ স্থাপন করেছে সড়কটি।
ভূপৃষ্ঠ থেকে ১১ হাজার ৫৭৫ ফুট উচ্চতায় অবস্থিত সড়কটি শ্রীনগর-লেহ সংযোগকারী মহাসড়কের ফোটু লা’র পর দ্বিতীয় সর্বোচ্চ।
বছরের অধিকাংশ সময়ই বরফে ঢাকা থাকায়, রাস্তাটি থাকে খুবই পিচ্ছিল। তাছাড়া গিরিখাদে গাড়ি গড়িয়ে পড়া রোধে সড়কটিতে নেই কোনো নিরাপত্তামূলক দেয়ালও।