প্রতিকূল ভৌগলিক অবস্থার কারণে এই সড়কটি তালিকায় স্থান পায়নি, বরং যুদ্ধের ভয়াবহ বিভীষিকার স্বাক্ষর হিসেবে স্মরণ করা হয় সড়কটিকে।
ইরাক ও কুয়েতের মধ্যে অবস্থিত ছয় লেনের সড়কটি, হাইওয়ে ৮০ নামে পরিচিত।
প্রায় দশ ঘণ্টা ধরে চালানো তাণ্ডবে ধ্বংস হয় প্রায় দুই হাজার যানবাহন। এছাড়া নিহত হয় কয়েক হাজার মানুষ। যুদ্ধের ধ্বংসলীলার চিত্রের প্রতীক হিসেবে অনেকেই এ রাস্তাটিকে উল্লেখ করেন।