ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

লম্বা কানের লতির বিশ্বরেকর্ড

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, আগস্ট ৯, ২০১৪
লম্বা কানের লতির বিশ্বরেকর্ড কালা কাইউই

ঢাকা: মানুষের মন বড়ই বিচিত্র। কতরকম অদ্ভুত আর উদ্ভট খেয়াল যে খেলা করে তার মনে! তাই বলে কানের লতি লম্বা করা!

এক হাওয়াইয়ান ব্যক্তি তার দুই কানের লতি লম্বা করে গিনেজবুকে নাম লিখিয়েছেন।

হঠাৎ করে দেখলে মনে হবে, দুই কানে দুটো গোল চুড়ি ঝুলছে। কিন্তু আসলে এটি কানেরই অংশ। কোনোরকম অস্ত্রোপচার ছাড়াই তিনি কানের এ অবস্থা করেছেন।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কতৃপক্ষ তার কানের এই ‘মাংশের চুড়ি’র ব্যাস মেপেছে ৪.৩ ইঞ্চি। তারা বলছেন, পৃথিবীতে এখন পর্যন্ত এটিই সবথেকে দীর্ঘ কানের লতি।

খেয়ালি এই মানুষটির নাম কালা কাইউই। তিনি একজন ট্যাটু ও বডি মডিফিকেশন শিল্পী হিসেবে কাজ করেন।

এই অদ্ভুত কানের জন্য কালা সম্প্রতি ইতালির মিলান থেকে পুরস্কার জিতলেও, বিমানবন্দরে কান নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়!

এছাড়াও তার মাথায় রয়েছে সিলিকন শিং, প্রসারিত নাক, দুই চোখের ভ্রুতে ট্যাটু ও গোটা মুখজুড়ে সূচালো পেরেকের মতো স্পাইক।

১৯৯৯ সালের দিকে লাস ভেগাস থেকে কালা ট্যাটু ও বডি মডিফিকেশনে প্রশিক্ষণ নেন। এরপর হাওয়াই গিয়ে খোলেন ‘সিন সিটি বডি মডিফিকেশন ও ট্যাটু শপ’।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।