ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

গ্যাসের দাবিতে রংপুরে মানববন্ধন

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, আগস্ট ১১, ২০১৪

রংপুর: পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে আন্দোলন শুরু করেছে রংপুরবাসী।

সোমবার সকালে রংপুর সিটি করপোরেশনের আয়োজনে দীর্ঘ দুই কিলোমিটারব্যাপী মানবন্ধনে চাকরিজীবী, চিকিৎসক, আইনজীবী, সংবাদকর্মী, এনজিওকর্মী, শিল্পী, খেলোয়াড়, শ্রমজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।



সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলা মানববন্ধনে অংশ নেওয়া সবার হাতে, গলায় ছিল বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড। এতে প্রধান অতিথি ছিলেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

বক্তব্য রাখেন, সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, রংপুর পৌরসভার চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুন্নুন, রংপুর মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন, সিটি কাউন্সিলর জাহাঙ্গির তোতা, বাংলাদেশ ক্যাবল টিভির দর্শক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুন্না প্রমুখ।

মেয়র বলেন, এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি গ্যাস। দীর্ঘদিন ধরে রংপুরের মানুষ বঞ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ, রংপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেত্রীও রংপুরের পুত্রবধূ, সজীব ওয়াজেদ জয় রংপুরের কৃতি সন্তান। সুতরাং আমরা গ্যাস না পেলে আর কে পাবে। এই আন্দোলন আমাদের যৌক্তিক আন্দোলন।

তিনি আরও বলেন, গ্যাস না থাকায় রংপুরে কোনো উন্নয়ন হচ্ছে না। উদ্যোক্তা থাকলেও গ্যাসের কারণে তারা এখানে শিল্প কারখানা স্থাপন করতে পারছে না।

গ্যাস সরবরাহের দাবিতে সেপ্টেম্বর মাসে গণঅনশন ও স্তব্ধ রংপুর কর্মসূচি ঘোষণা করা হয় মানববন্ধন থেকে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।