ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

পোষা প্রাণীর জীবন্ত ভাস্কর্য!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৩, আগস্ট ১২, ২০১৪
পোষা প্রাণীর জীবন্ত ভাস্কর্য!

ঢাকা: অধিকাংশ পশুপ্রেমীর চাওয়া, তাদের পোষা প্রিয় প্রাণীটি চিরকাল একইরকম থাকুক। থাক অমর হয়ে।

একইরকম আদুরে আর সুন্দর। কিন্তু প্রাকৃতিক নিয়মে মিষ্টি ছানাদেরও বয়স বাড়ে। হারিয়ে ফেলে ছোট্ট বয়সের সেই প্রাণচাঞ্চল্য।


পোষা প্রাণী নিয়ে যাদের এরকম চিন্তা তাদের বলি, মন খারাপি ঝেড়ে ফেলুন। আপনাদের মুখে হাসি ফোটাতে চলে এসেছেন যুক্তরাষ্ট্রের শিল্পী লি ক্রস। ২১ বছর বয়সী এ শিল্পী হাতে বানান বিভিন্ন প্রাণীর ছানার অবয়ব।


খুব ভালো করে না দেখলে আপনি ধরতেই পারবেন না ছানাটি আসল না নকল! এতটাই অবিকলভাবে এক একটি প্রাণী তিনি তৈরি করেন যে একটু কম বুদ্ধি-শুদ্ধির লোক তো বিশ্বাসই করে ফেলবে যে ওটা জীবন্ত!


লি বেড়ে উঠেছেন আলাস্কায়। কখনো প্রাতিষ্ঠানিক আর্টের ক্লাসে যান নি। ছোটবেলা থেকে আলাস্কার জীবজন্তু দেখে বড় হয়েছেন। এসবই তার অনুপ্রেরণার মূল উৎস। নেকড়ে ছানা, বাচ্চা ভোঁদড় বা বেবি পান্ডা বানিয়ে তার হাতেখড়ি।

সত্যিকার প্রাণীর মতো চোখের রূপ দিতে লি ব্যবহার করেন সাদা রং। হাতে বানানো পশম দিয়ে জীবন্ত প্রাণীর আদল দেওয়ার চেষ্টা করেন।
গত আট বছর ধরে তার সৃষ্টিকে আরও নিখুঁত করে তোলার চেষ্টা করে যাচ্ছেন। তার হাতে বানানো ভাস্কর্যগুলো কিনতে প্রতিদিন শ’ থেকে হাজারো মানুষের কাছ থেকে অনুরোধ আসে।


তিনিও সবার আবদার রাখতে ‘ই-বে অকশন অ্যাডপশন’ নামে একটি নিলামের পেজ খুলেছেন। ভক্তরা বাংলাদেশি ৬২ হাজার টাকা থেকে চার লাখ টাকার মধ্যে নিলামে অংশ নিয়ে পছন্দের প্রাণীটি পেতে পারেন।


এই অসাধারণ কাজটি নিয়ে তার বক্তব্য, আমি আলাস্কায় বড় হয়েছি।
আমি প্রতিদিন জীবজন্তু দেখতাম। এটাই আমাকে জীবজন্তু সৃষ্টিতে অনুপ্রেরণা দেয়। আমার ‍অভিজ্ঞতা থেকেই আমি তাদের জীবন্ত করে তুলি।


আমি যখন প্রথম বানাই তখন এক সপ্তাহ সময় লেগেছিল। কিন্তু এখন ৪০০ প্রাণী বানানোর পর আর তেমন সময় লাগে না। নিজের কাজ নিয়ে এভাবেই বলেন লি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।