ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

মোগলির বন্ধু ‘ভাল্লু’র দেখা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, আগস্ট ১৫, ২০১৪
মোগলির বন্ধু ‘ভাল্লু’র দেখা! ছবি: সংগৃহীত

ঢাকা: ছোটদের জনপ্রিয় কার্টুন সিরিজ ‘দ্য জঙ্গল বুক’-এ মোগলির বন্ধু ‘ভাল্লু’র কথা নিশ্চয়ই মনে আছে সবার। বহু বছর আগের এ কার্টুন চরিত্রটি এখনো মনে দাগ কাটে ছোট-বড় সবার।



সম্প্রতি মোগলির প্রিয় সেই ভাল্লুর মতো একটি ভাল্লুক ছানার খোঁজ পান কানাডিয়ান ফটোগ্রাফার প্যাট্রিক রক। ছবিও তুলে রাখেন তিনি।

ঠিক ভাল্লুর মতোই ভাল্লুক ছানাটি পানিতে সাবলীলভাবে খেলছিলো। পানিতে ভেসে পা উপরের দিকে নিয়ে আপনমনে খেলে চলছিলো ছাইরঙা ভাল্লুক ছানাটি।
গভীর একটি নদীতে ছানাটি তার মা ও ভাই-বোনদের সঙ্গে ঠিক ‘ভাল্লু’র মতোই ভাসছিলো।

রক জানান, ভাল্লুক ছানাটি তার ভাই-বোনদের সঙ্গে ধস্তাধস্তি করে হঠাৎ  বিশ্রামের সিদ্ধান্ত নিলো। আর তখনি পানিতে হেলান দিয়ে বসে পড়লো সে। এরপর আপনমনে খেলা শুরু করে দিয়েছিলো। সে এমনভাবে খেলছিলো মনে হচ্ছিলো এগুলো তার আগের পরিকল্পনা।

সাধারণত ভাল্লুকরা নৌকাকে তেমন ভয় পায় না। এজন্য সহজেই এসব ছবি তোলা গেছে বলে জানান রক।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।