ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

পোষা বিড়ালের কাছে জিম্মি হয়ে পুলিশ তলব!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, আগস্ট ১৬, ২০১৪
পোষা বিড়ালের কাছে জিম্মি হয়ে পুলিশ তলব! ছবি: সংগৃহীত

ঢাকা: নিজেদের পোষা বিড়ালের কাছে জিম্মি হয়ে মা-মেয়েকে শেষ পর্যন্ত পুলিশ ডাকতে হলো!

ক্ষিপ্ত পোষা বেড়াল কাপ্পি তাদের শোবার ঘরে আটকে রাখে। বলা ভালো, কাপ্পির ভয়ে তারা শোবার ঘরে লুকিয়ে থাকেন! এমনটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর চুলা ভিস্তায়।



এক নারী মধ্যরাতে টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন। এ সময় তাদের ১৪ বছরের পুরনো পোষা বেড়াল কাপ্পি হঠাৎ করে ক্ষেপে ওঠে। প্রায় এক ঘণ্টা কাপ্পি একই মেজাজে ছিল।  

আরও জানা যায়, এ সময় কাপ্পির পাগলামি আর হিংস্রতা বাড়তে থাকে। তারা শোবার ঘরে আশ্রয় নেন। কাপ্পি নানাভাবে আক্রমণ করে তাদের আটকে রাখে। শেষে ভয় পেয়ে পুলিশ ডাকতে বাধ্য হন ক্রুদ্ধ বিড়ালের মালকিন।

অবশেষে পুলিশ এসে কাপ্পিকে ঠান্ডা করে তাদের ভয়মুক্ত করেন বলে জানা যায়।

কাপ্পি সম্পর্কে তার মালকিনের এক প্রতিবেশীর মন্তব্য, ‘বল অব ফিউরি’ অর্থাৎ ক্রুদ্ধ পিণ্ড।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।