ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

শরীরে ৪৫০ ছিদ্র করে বিশ্বরেকর্ড

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, আগস্ট ১৮, ২০১৪
শরীরে ৪৫০ ছিদ্র করে বিশ্বরেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ভাবতে পারেন, একজন মানুষের সারা শরীরে ৪৫০টিরও বেশি ছিদ্র! মুখমণ্ডলজুড়ে তান্ত্রিকদের মতো সাজ। এমন চেহারায় কেমন বীভৎস আর উদ্ভট লাগতে পারে তাকে তা বাংলানিউজে দেখুন নিজের চোখে!

তবে যেমনই লাগুক না কেনো, এই ব্যক্তি শরীরে সবচেয়ে বেশি ছিদ্র করে বিশ্বরেকর্ড বাগিয়েছেন।

তার নাম রোলফ বুশহলজ। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড তার শরীরে ৪৫০-এরও বেশি ছিদ্র তালিকাভুক্ত করেছে। এর মধ্যে ১৭০টি মুখমণ্ডলজুড়ে। কপালে দুটি শিংও আছে তার।     

সম্প্রতি দুবাইয়ে নিষিদ্ধ হয়ে খবর হলেন এ জার্মান। গত সপ্তাহে দুবাই ভ্রমণে গেলে এয়ারপোর্ট থেকেই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

এজন্য দুবাই কর্তৃপক্ষ কোনো কারণ না দেখালেও বিবিসি রেডিও ফাইভ-কে বুশহলজ বলেন, তার কপালে শিং ও শরীরজুড়ে ছিদ্র দেখে তাকে একজন ‘কালো জাদু’ চর্চাকারী বলে সন্দেহ করেন তারা। তারা আমাকে পাসপোর্টটি দিয়ে বললেন, আপনাকে জার্মানি ফিরে যেতে হবে। যোগ করেন তিনি।

টুইটারে বুশহলজ লিখেছেন, এখন আমি বাড়ির পথে। আমি আর কখনোই দুবাই যাবো না!

এ বিশ্বরেকর্ডধারী জানান, তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। কিন্তু এই প্রথম কোথাও থেকে এভাবে ফিরে আসতে হলো।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।