ঢাকা: পার্কিংয়ের নির্দিষ্ট জায়গায় গাড়ি থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু পার্কিং যদি হয় রাস্তার কংক্রিট বেষ্টনীর একদম উপরে, তাহলে চোখ তো কপালে উঠবেই!
তবে এই পার্কিং দেখলে চোখ কপালে নয়, মাথায় ওঠা উচিত! সম্প্রতি লস অ্যাঞ্জেলেস এর পাশ্ববর্তী ব্যালডুইন হিলসে একটি গাড়িকে অস্বাভাবিক পার্কিংয়ে দেখা গেল।

এবিসি৭ নামে স্থানীয় একটি পোর্টালের তোলা ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার একটি কংক্রিট বেষ্টনীর উপর অবিশ্বাস্যভাবে গাড়িটি দাঁড়িয়ে আছে।
তবে কীভাবে গাড়িটি সেখানে পার্কিং করা হলো সে ব্যাপারে কিছু জানায় নি পোর্টালটি। যাইহোক ছবিতেই বরং দেখে নেওয়া যাক সেই অদ্ভুত পার্কিং।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪