ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

পৃথিবীর দীর্ঘকায় ব্যক্তি না ফেরার দেশে

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, আগস্ট ২৬, ২০১৪
পৃথিবীর দীর্ঘকায় ব্যক্তি না ফেরার দেশে

ঢাকা: গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুক অনুযায়ী সব থেকে লম্বা ব্যক্তিটির কথা মনে আছে? একটু মনে করে দেখুন! হ্যাঁ, লিওনিড স্ট্যাডনিক, পৃথিবী নামক গ্রহের সব থেকে লম্বা ব্যক্তি।

আট ফুট চার ইঞ্চির এ দীর্ঘদেহী মাত্র ৪৪ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে! তিনি ইংলিশ ফুটবলার পিটার ক্রাউচের থেকেও ২১ ইঞ্চি লম্বা ছিলেন।



সোমবার ইউক্রেনের পোডোলিয়ান্টসি গ্রামে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা যান তিনি।  

জীবিত অবস্থায় উচ্চতা নিয়ে যথেষ্ট খেদ ছিল তার। এ নিয়ে ভীষণ মনোকষ্টেও ভুগতেন।

শোনা যাক তার মুখেই, আমার জন্য এই উচ্চতা একটি অভিশাপ। ঈশ্বরের দেওয়া শাস্তি, এটা উদযাপনের কিছু নেই। এজন্য আমার কী পাপ, তা আমি জানি না। সারাজীবন সবার মতো একটি সাধারণ জীবন যাপনের স্বপ্ন দেখেছি।   

উচ্চতায় বিশ্বরেকর্ড নিয়েও তার কোনো মাথাব্যথা ছিল না। তার ভাষ্য, আমি কখনোই খ্যাতি চাইনি। গিনেজ বুকে নাম লেখানোরও কোনো ইচ্ছা ছিল না আমার।  

১২ বছর থেকে তার উচ্চতা বাড়তে শুরু করে। ব্রেন টিউমারের কারণেই তার এ অস্বাভাবিক শারীরিক বিকাশ। উচ্চতা বাড়তে বাড়তে শেষে এমন ঠেকে যে, তাকে ২৭ সাইজের (১৮ ইঞ্চি) জুতো পরতে হতো।

লিওনিডের মৃত্যুতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র।

তিনি বলেন, আমরা সবসময় তার সাথে যোগাযোগ রাখতাম। কিন্তু এজন্য তিনি লজ্জিত বোধ করতেন।

তবে উচ্চতা নিয়ে লিওনিড লজ্জিত বোধ করলেও, তার প্রতিবেশিরা ছিলেন ভীষণ গর্বিত।

এক প্রতিবেশির মতে, তিনি ভীষণ পরপোকারী আর বন্ধুমনোভাবী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।