ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

মা কা বেটি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৬, আগস্ট ২৮, ২০১৪
মা কা বেটি! ছবি: সংগৃহীত

ঢাকা: মায়ের সঙ্গে মেয়ের মিল থাকবে না, তা কি করে হয়। মা-মেয়ে দু’জনই দু’জনের সুখে-দুঃখে এগিয়ে আসবে, হাসি-কান্না শেয়ার করে নেবে তাই তো হয়ে আসছে চিরকাল।



মা যেমন করে যে পথে এগিয়ে যাচ্ছে তেমন করে মেয়েও এগিয়ে যায়। মায়ের আচরণ প্রভাব ফেলে মেয়ের উপর। মায়ের আচরণের মতো মেয়ের এগিয়ে যাওয়া নিয়েই আজকের আয়োজন।

মা-মেয়ের অকৃত্রিম হাসি-আনন্দ নিয়ে বাছাই করা ১০টি ছবি বাংলানিউজের পাঠকের জন্য দেওয়া হলো।

মায়ের মতো ট্যাটু একে সেজেগুজে তৈরি হয়ে নিচ্ছে মেয়েটি।





ধীরে ধীরে মায়ের মতো জিমন্যাস্টিক হয়ে উঠবে বলে মনে হচ্ছে।

পানির নিচে মৎসকন্যার মতোই দেখাচ্ছে মা-মেয়েকে।

ঠিক মায়ের মতোই ছবি তোলার জন্য পোজ দিয়েছে মেয়ে।

সাদা পোশাকে স্বর্গের অপ্সরী লাগছে দু’জনকে।

মায়ের মতো অভিমানের ভঙ্গিমাওটাও রপ্ত করে নিচ্ছে মেয়ে।

ঘরের বাইরে খেলার মাঠেও সমান মা-মেয়ে।

রূপচর্চাতেও মায়ের থেকে পিছিয়ে নেই বাচ্চা মেয়েটি।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।