ঢাকা: এই হলো সোশ্যাল মিডিয়ার প্রভাব! এক মায়ের ফেসবুক স্ট্যাটাসের কারণে প্রি-স্কুল থেকে বহিষ্কার হলো তার ছেলে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
সানশাইন ক্রিশ্চিয়ান অ্যাকাডেমি নামে ওই স্কুলের বিরুদ্ধে তার অভিযোগ, তারা ‘পিকচার ডে’র ব্যাপারে পর্যাপ্ত নোটিশ দেন না।
এছাড়াও হাবাট তার স্ট্যাটাসে স্কুলের শিক্ষাব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তোলেন। এরপর স্কুলের সাথে ট্যাগ করে দেন স্ট্যাটাসটি।
স্ট্যাটাস দেওয়ার পরদিন স্কুল প্রশাসন থেকে জানানো হয় যে, স্কুলটি তার ছেলের জন্য উপযুক্ত নয়, তিনি যেন অন্য একটি স্কুল খুঁজে নেন। স্কুল থেকে বহিষ্কারাদেশের একটি চিঠিও দেওয়া হয় হাবাটকে।
স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হয়, নিয়ম ও স্কুলের সুনাম ভঙ্গের আইনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে হাবাটের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তার পোস্টের নিচে মারিয়া গুইডো নামে তার এক শুভাকাঙ্ক্ষি লিখেছেন, আপনার স্কুলকে ট্যাগ করা উচিত হয়নি। দুঃখিত যে আপনাকে একটি নতুন স্কুল খুঁজতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪